BOC-Photography//অপরূপ সুন্দরময় ফুলের কিছু ফটোগ্রাফি

in hive-144064 •  12 days ago 

আসসালামু আলাইকুম/আদাব


হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি বিকেল বেলা মামার বাসায় এসেছি। মামার বাসার ছাদে আমি দেখতে পেলাম খুবই সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর এই ফুলগাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, যে ফুলগুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। বিশেষ করে এই ফুলগুলো ছিল বিদেশি জাতের ফুল। আর এই ফুলের দুটি জাত ছিল। একটি হল লাল কালারের আর একটি সাদা। দুটি কালারের ফুলের জাত আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সত্যিই এই বিদেশী জাতের ফুল গুলো দেখতে পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছি। এই ফুলগুলো আমি ভালোভাবে দেখলাম। আর ফুল দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। যার কারণে আমি ফটোগ্রাফি গুলো করেছিলাম। আর মামার কাছে বললাম এই ফুলের গাছ আমাকে দিতে হবে। মামা বলল যে এই ফুলের গাছ আমি তোমাকে পরবর্তীতে দেবো। আসলে মামা খুবই যত্ন সহকারে ছাদে এই ফুল গাছগুলোর যত্ন করে। যার কারণে তার ফুল বাগানের সৌন্দর্যময় এই বিদেশী জাতের ফুল ফুটে রয়েছে। সত্যি ফুলগুলো দেখতে পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম।


20241210_184749.jpg

20241210_184720.jpg

20241210_185024.jpg

অবস্থান

ছাদ বাগানে বিদেশী জাতের ফুলের সাথে দেশে জাতীয় অনেক ফুল ছিল। তার মধ্যে আমি গাঁদা ফুল দেখতে পেলাম। আসলে গাঁদা ফুলের সুবাস আমার অনেক বেশি ভালো লাগে। তাই এই গাধা ফুল গুলো দেখেও আমি ফটোগ্রাফি করলাম। আসলে মামা তার ছাদ বাগানে প্রতিদিনই যত্ন করে, যার কারণে তার ছাদ বাগানটি অনেক সুন্দরময় হয়েছে। তাই সেখান থেকে আজকে আপনাদের মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। তো এই ফুলের ফটোগ্রাফি গুলো আমি করতে পেরে অনেক আনন্দিত হয়েছিলাম। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।


20241210_184824.jpg

20241210_184929.jpg

অবস্থান

আজকে তাই মামার বাসায় এসে ছাদ বাগানে গিয়ে অনেক সময় উপভোগ করেছি। আর এই ফুলের দৃশ্য দেখেছি তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আমি ফটোগ্রাফি করে ছিলাম। আসলে ছাদের সুন্দর বৃদ্ধি করার জন্য আমরা ছাদের জায়গায় ফেলে না রেখে সেখানে ফুলের বাগান করতে পারি আর ফুলের বাগান করলে ছাদের পরিবেশ অনেক সুন্দর হয়।তাই বাসার ছাদে আমরা ফুলের বাগান করে পরিবেশকে সুন্দর ও মুগ্ধময় করতে পারি।তো বন্ধুরা আশা করি আমার ফুলের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি।
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।


সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ 🌹🎇🌹।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

XRecorder_10122024_181250.jpg

XRecorder_10122024_181743.jpg

XRecorder_10122024_181146.jpg

XRecorder_10122024_181108.jpg