আসসালামু আলাইকুম/আদাব
আজকে আমি বিকেল বেলা মামার বাসায় এসেছি। মামার বাসার ছাদে আমি দেখতে পেলাম খুবই সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর এই ফুলগাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, যে ফুলগুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। বিশেষ করে এই ফুলগুলো ছিল বিদেশি জাতের ফুল। আর এই ফুলের দুটি জাত ছিল। একটি হল লাল কালারের আর একটি সাদা। দুটি কালারের ফুলের জাত আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সত্যিই এই বিদেশী জাতের ফুল গুলো দেখতে পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছি। এই ফুলগুলো আমি ভালোভাবে দেখলাম। আর ফুল দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। যার কারণে আমি ফটোগ্রাফি গুলো করেছিলাম। আর মামার কাছে বললাম এই ফুলের গাছ আমাকে দিতে হবে। মামা বলল যে এই ফুলের গাছ আমি তোমাকে পরবর্তীতে দেবো। আসলে মামা খুবই যত্ন সহকারে ছাদে এই ফুল গাছগুলোর যত্ন করে। যার কারণে তার ফুল বাগানের সৌন্দর্যময় এই বিদেশী জাতের ফুল ফুটে রয়েছে। সত্যি ফুলগুলো দেখতে পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম।
ছাদ বাগানে বিদেশী জাতের ফুলের সাথে দেশে জাতীয় অনেক ফুল ছিল। তার মধ্যে আমি গাঁদা ফুল দেখতে পেলাম। আসলে গাঁদা ফুলের সুবাস আমার অনেক বেশি ভালো লাগে। তাই এই গাধা ফুল গুলো দেখেও আমি ফটোগ্রাফি করলাম। আসলে মামা তার ছাদ বাগানে প্রতিদিনই যত্ন করে, যার কারণে তার ছাদ বাগানটি অনেক সুন্দরময় হয়েছে। তাই সেখান থেকে আজকে আপনাদের মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। তো এই ফুলের ফটোগ্রাফি গুলো আমি করতে পেরে অনেক আনন্দিত হয়েছিলাম। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ফটোগ্রাফি। |
মডেল | এম-৩১ |
ক্যাপচার | @alif111 |
অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
https://twitter.com/AhmedAlif135308/status/1866489283898646622?t=F6o5bbfGvTFX_GtkWbA_qQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit