আমার প্রিয় কাঠগোলাপের ফটোগ্রাফি।। 10% to Beauty of Creativity

in hive-144064 •  2 years ago  (edited)

কাঠ গোলাপ
যার ইংরেজি নাম Frangipani আবার একে আবার plumeria ও বলে।১২ প্রজাতির হয়ে থাকে এই কাঠগোলাপ।দেখতে গোলাপের মতো নয় আবার কাঠ গাছের মত ও নয়।এটি ৬-১০ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।এটির কোনটি ধব ধবে সাদা,সাদার মাঝে হলুদ,লালচে গোলাপি হয়ে থাকে।

308396757_854717032198039_4802022738995413370_n.jpg
এই আদি জন্ম ল্যাটিন আমেরিকার ম্যক্সিকো-তে। কাঠগোলাপ এর অনেক নামে ডেকে থাকে,যেমন- কাঠচাপা,গুলঞ্চ চাপা,চালতাগোলাপ।এ্যারোমাথেরাপিতে এই ফুল ব্যবহার ব্যাপক।থাইল্যান্ড,মালেয়শিয়া,জাপান,ইউরোপ,চিনে ব্যানিজ্যিকভাবে এই ফুল চাষ হয়ে থাকে। কাঠগোলাপ দারুন সুগন্ধি একটি গুল্ন গাছ।বসন্ত ঋতুতে দুই একটি করে ফুটে এবং তা শীতকাল আসা পর্যন্ত ফুটে থাকে।বর্ষার আগে গ্রীষ্মকালে এর ফুল ও পাতা পূর্নতা লাভ করে।
308868892_1176997086217425_1729074390348839524_n.jpg
এটি সন্ধাবেলায় ফুটে থাকে আর রাতের বেলায় মোহনীয় গন্ধে চারপাশে অন্যরকমের মোহ তৈরি করে থাকে।এটি আপনি ছাদের টবেও রোপন করতে পারেন।নার্সারি থেকে আস্ত গাছ লাগাতে পারেন তা না হলে গাছের ডাল থেকেও নতুন গাছ তৈরি করতে পারেন।গাছের ডাল টবে কয়েকদিন রেখে দিলে দেখবেন পাতা জন্মানো শুরু হয়ে গেছে।সব থেকে ভালো হয় বর্ষা মৌসুমে রোপন করলে।

308939849_621075342896893_5950414938483424998_n.jpg
রোপনের পদ্ধতি বলে দিচ্ছি।প্রথমে একটি টব নিবেন, বাজারে বিভিন্ন সাইজের প্লাস্টিকের টব পাওয়া যায়। জায়গা অনুযায়ী ১০-১৫ ইঞ্চির টব নিলে ভালো হয়।তবে টবের একটা জিনিশ খেয়াল রাখবেন সেটা হলো টবের নিচে যেন ছিদ্র থাকে যাতে অতিরিক্ত পানি জমে না থাকে।এখন কিভাবে করবেন চিন্তা করছেন?
309343247_481818826998423_774152129626662446_n.jpg
চিন্তার কারন নাই আগের ভাংগা টব থাকলে তার একটুকরো ছিদ্রতে দিতে হবে।তারপর কিছু ছোট ছোট পাথরের টুকরো বিছিয়ে দিলেন তারপর কিছু মাটি দিবেন।তারপর মাটি না থাকলে নার্সারিতে এখন তৈরি মাটি কিনতে পাওয়া যায়।পাথর দিবার কারন হচ্ছে পানি দিবার পর মাটি যেন ক্ষয় না হয় তার জন্য।কিছু মাটি দিবার পর কাঠগোলাপ গাছটি বসিয়ে দিন তারপর পানি দিয়ে দিন।

WhatsApp Image 2022-10-13 at 3.50.36 PM.jpeg

আপনার কাঠগোলাপ গাছ তৈরি।নার্সারি থেকে বিভিন্ন কীটনাশক সংগ্রহে রাখবেন আর মাঝে মাঝে মাইটাসের জন্য কীটনাশক স্প্রে করবেন।

অসংখ ধন্যবাদ আপনাদের সময় নিয়ে আমার ব্লগটি পড়ার জন্য।

শ্রেণী.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Wow. This flower is looking pretty beautiful. You captured this flower with It's own beautifulness. Thanks for sharing.

অসাধারণ একটি কাঠগোলাপের ফটোগ্রাফি করেছেন আপনি। কাঠগোলা ফুল আমার কাছে খুব ভালো লাগে‌। এ ফুলগুলো সাদা রঙের হওয়ায় খুবই ভালো লাগে দেখতে। শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে।

কাঠ গোলাপ ফুল আমার খুবই পছন্দের ফুল। আপনার কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল😊।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

This flower is my one of the most favourite flower dear. Thanks for sharing.

Your welcome