স্বরচিত কবিতা।

in hive-144064 •  last year  (edited)

আসসালামুয়ালাইকুম
কেমন আছেন আমার বিউটি অফ ক্রিটিভিটি ব্লগ এর বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।


ছোটবেলা থেকেই আমার শখের একটি কাজ হচ্ছে লেখালেখি করা। বাংলা সাহিত্য অর্থাৎ ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, ছন্দ আমার ভীষণ পছন্দের। অনেক আগে থেকেই আমি নিজেই কবিতা লিখতাম এবং আবৃত্তি করতাম। নিজের ইচ্ছে আবেগ অনুভূতি নিয়ে কবিতা লিখতে আমি আরও বেশি পছন্দ করি। মানুষের মনে অনেক অদ্ভুত কিছু ইচ্ছে জাগে যেগুলো কখনো পূরণ হওয়ার নয়।এমনই কিছু ইচ্ছের কথা নিয়ে আমার একটি বিশেষ কবিতার নাম হল "ইচ্ছে করে "। ভাবলাম "ইচ্ছে করে" কবিতাটি আমার বিউটি অফ ক্রিয়েটিভিটি ব্লগের বন্ধুদের সাথে শেয়ার করি।

IMG_20230507_193104.jpg


"ইচ্ছে করে "

ইচ্ছে করে কলির মত,
ফুল হয়ে ফুটতে
পাখির মত ডানা মেলে,
স্বাধীন হয়ে ঘুরতে।


ইচ্ছে করে নদীর মত,
আপন বেগে চলতে
ঘুড়ির মতো রঙিন হয়ে,
আকাশ পানে উড়তে।


ইচ্ছে করেই মেঘের সাথে,
ভেসে যেতে অনেক দূরে
থাকবো আমি তাহার মত,
অনেক বড় আকাশ জুড়ে।


ইচ্ছে করে সাগর পাড়ে,
বালির কাছে থাকতে
সমুদ্রের ঐ চিত্রটুকু
রং তুলিতে আঁকতে।


ইচ্ছে করে চাঁদের কাছে,
চুপটি করে যেতে
শত শত তারার আলো
আপন করে পেতে।


ইচ্ছে করে অনেক কিছু,
যায়না করা সব
ইচ্ছে গুলো করবে পুরন,
আমার মহান রব।


বন্ধুরা "ইচ্ছে করে" কবিতাটি আপনাদের কেমন লাগলো জানাবেন ।আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন বিষয় নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর একটা কবিতা। মাশাআল্লাহ। আল্লাহ আপনার মনের নেক ইচ্ছে গুলো পুরণ করুক।
এতো সুন্দর একটি কবিতার জন্য অনেক ধন্যবাদ। 🥰

আমীন!! সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কবিতাটি দারুন লেগেছে ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।