লাউ চিংড়ি রান্নার রেসিপি 🍲🍲

in hive-144064 •  last year 

আসসালামুয়ালাইকুম।
কেমন আছেন আমার বিউটি অফ ক্রিটিভিটি ব্লগ এর বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।


1685949076391.jpg

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে লাউ চিংড়ি রান্নার একটি রেসিপি শেয়ার করব।লাউ চিংড়ির তরকারি আমার অনেক পছন্দের । আর এখন প্রচুর গরম চলছে এর মধ্যে লাউ এর মতো একটি সবজি খেলে এটি সত্যিই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক লাউ চিংড়ি রান্নার এই রেসিপিটি।


প্রয়োজনীয় উপকরণসমূহ:

IMG_20230605_080930.jpg

IMG_20230605_074322.jpg


১.লাউ।
২.চিংড়ি মাছ।
৩.পেঁয়াজ।
৪. রসুন।
৫জিরা।
৬.তেল।
৭.তেজপাতা ।
৮.কাঁচা মরিচ।
৯.হলুদের গুড়া।
১০.মরিচের গুঁড়া।
১১. ধনিয়ার গুড়া।
১২.লবণ।
১৩.পানি।


ধাপ : ১।

IMG_20230605_074454.jpg

প্রথমে একটি মাঝারি সাইজের লাউ ছোট ছোট কিউব করে কেটে নেব এবং এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব।


ধাপ : ২।

IMG_20230605_074524.jpg

এবার চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব।


ধাপ: ৩।

IMG_20230605_074322.jpg

এবার তিনটি পেঁয়াজ কুচি করে এবং ৬-৭ টি কাঁচা মরিচ ফালি করে কেটে নেব ।


ধাপ : ৪।

IMG_20230605_074322.jpg

এবার রসুন এবং জিরা বেটে পেস্ট করে নেব।


ধাপ : ৫।

IMG_20230605_074201.jpg

IMG_20230605_074410.jpg

এবার চুলার উপর কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। আর তেল গরম হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব।


ধাপ : ৬।

IMG_20230605_074549.jpg

পেঁয়াজ হালকা নরম হয়ে আসলে এর মধ্যে অল্প কিছু গোটা জিরা এবং একটি তেজপাতা ছিড়ে দিয়ে দেব।


ধাপ : ৭।

IMG_20230605_074621.jpg

এবার পেঁয়াজের রং হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দেব। এবং নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায।


ধাপ : ৮।

IMG_20230605_074711.jpg

এবার এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুড়া দিয়ে দেব। এটিকে নেড়েচেড়ে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব।


ধাপ : ৯।

IMG_20230605_074817.jpg

এবার কষানো মসলার ভেতরে চিংড়িগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যাতে চিংড়ির সুন্দর ঘ্রান বেরিয়ে আসে


ধাপ : ১০।

IMG_20230605_075150.jpg

এবার এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব এবং নেড়েচেড়ে সুন্দর করে মেশিয়ে নেব। লাউ এর মধ্যে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই কেননা লাউ এর মধ্যে থেকেই পানি বের হবে আর এই পানি দিয়েই লাউ কষানো হয়ে যাবে।


ধাপ : ১১।

IMG_20230605_075513.jpg

IMG_20230605_075001.jpg

এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ লাউ কষিয়ে নেব। লাউ নরম হয়ে আসা পর্যন্ত এটিকে কষাবো ।


ধাপ :১২।

IMG_20230605_075617.jpg

এবার এর মধ্যে পরিমান মত পানি দিয়ে ঝোল দিয়ে দেব।আর ঢাকনা দিয়ে ঢেকে দেব।


ধাপ : ১৩।

IMG_20230605_080612.jpg

IMG_20230605_080611.jpg

এবার পছন্দ মত ঝোল কমিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুন মজার লাউ চিংড়ির রেসিপি।


IMG_20230605_080845.jpg

IMG_20230605_080745.jpg

IMG_20230605_080740.jpg

এবার এটিকে সুন্দর করে পরিবেশন করে নিলাম এবং কিছু ছবি তুলে নিলাম।


স্বাদের বিবরণ :

লাউ চিংড়ি রান্নাটা খেতে বেশ দারুন মজার হয়েছিল। সবাই এই রান্নাটি থেকে অনেক প্রশংসা করেছে। আর এই রান্নাটি করা অনেক সহজ কেননা এখানে অনেক অল্প মসলা দেওয়া হয়েছে। আসলে চিংড়ির ঘ্রাণেই তরকারি অনেক টেস্টি হয় এখানে অনেক অনেক মশলার দরকার হয় না। সুন্দর এই তরকারি ভাতের সাথে খেতে আমার তো অনেক ভালো লেগেছিল।


বন্ধুরা আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন পরবর্তীতে হাজির আবার নতুন কোন বিষয় নিয়ে।ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি।


ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।

ডিভাইস: poco x3
লোকেশন :ঢাকা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই সুন্দরভাবে আপনি এই লাউ চিংড়ি রান্নার রেসিপি শেয়ার করেছেন।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ