ঘরের সৌন্দর্যে কাগজের ফুল @ aurin "beautycreativity" 10% beneficiary

in hive-144064 •  2 years ago 

আসসালামুয়ালাইকুম সবাইকে। আজ আমি আপনাদেরকে কিছু কাগজের-ফুল দেখাবো । কাগজের ফুল তৈরি করা একটি মজাদার এবং সহজ কারুকাজ ,যা সব বয়সের মানুষ উপভোগ করতে পারে।এখানে আপনি কিভাবে ক্রাফ্ট পেপার থেকে একটি সাধারণ ফুল তৈরি করতে পারেন:

উপকরণ প্রয়োজন :

1/ আপনার পছন্দের রঙে
2/ কাঁচি
3/ আঠা
4/ সবুজ পাইপ ক্লিনার

এখানে দুইটি কাগজের ফুলের বর্ণনা দিয়েছি.

প্রথম নির্দেশাবলী:

একটি নৈপুণ্য কাগজ কেটে একটি বৃত্ত আকৃতি করতে হবে।বৃত্তের আকার আপনার ফুলের আকার নির্ধারণ করবে,তাই সেই অনুযায়ী নির্বাচন করুন।প্রথমে বৃত্ত আকৃতির মাঝে আরেকটি বৃত্ত আঁকতে হবে।অন্যদিকে হলুদ রঙের কাগজ কেটে অনেকগুলো মাইক বা কোন আকৃতির ডিজাইন করতে হবে।তারপর বৃত্তের ভিতর ছোট বৃত্ত থেকে আঠা দিয়ে ওই হলুদ কাগজগুলো গোলাকৃতি ভাবে লাগাতে হবে।
এক একটা মাইক আকৃতি কাগজগুলোর মাঝের বৃত্ত থেকে প্রস্থ প্রায় দেড় সেন্টিমিটার হওয়া উচিত।তারপর এই হলুদ কাগজের মাঝে আরো দুইটা বৃত্ত দিতে হবে।এক বৃত্ত হবে লাল রঙের কাগজ আরেকটা পেস্ট রঙের কাগজ।এখন বৃত্ত দুইটা এই হলুদ কাগজের মাঝে ভালোভাবে আঠা দিয়ে লাগাতে হবে।হয়ে গেল কাগজের সুন্দর একটি ফুল।এই ফুলটির পিছনে আঠা দিয়ে বিভিন্ন জায়গায় ফুলটি লাগানো যাবে।যেকোনো জায়গায় এইধরনের ফুল লাগালে জায়গাটা খুব আকর্ষণীয় হয়ে থাকে।

দ্বিতীয় নির্দেশাবলী:

নৈপুণ্য কাগজটি চতুর্ভুজ আকৃতি করে এমনভাবে সমান ভাঁজ করতে হবে যাতে,ভাঁজটি খোলার পর চারভাগ বুঝা যায় । এমন ভাঁজ করা কাগজটির একপাশে সর্পিল আকৃতি করে কাটতে হবে । এমন ভাঁজ করা কাগজটির একপাশে সর্পিল আকৃতি করে কাটতে হবে । এই কমলা কালারের কাগজের চার মুখী ফুলের মাঝে আরেকটি হলুদ কাগজ আঠা দিয়ে বসাতে হবে,আর এই হলুদ কাগজ কি দ্বিমুখী হতে হবে । এখন এই হলুদ কাগজটির মাঝে ছোট করে লাল কাগজ দিয়ে একটা হৃদয় আকারে আঠা দিয়ে লাগাতে হবে । এখন কমলা ফুলের বাহিরের প্রান্ত থেকে শুরু করে নিচ পর্যন্ত একটি সর্পিল কাটতে হবে( নীল কালারের কাগজ | সর্পিল কাটা হয়ে গেলে সাবধানে বাইরে প্রান্ত থেকে কাগজটির নিচ পর্যন্ত ঘুরাতে হবে । যতক্ষণ না সর্পিল কেন্দ্রে পৌঁছায় তখন ঘূর্ণায়মান রাখতে হবে ।
ফুলের গোড়ায় কিছু আঠা লাগাতে হবে,যেখানে সর্পিল শেষ হবে । এটি ফুলটিকে একসাথে ধরে রাখবে । এখন আমার পছন্দমত স্টেম দৈর্ঘ্য সাদা একটা পাইপ কাটলাম,ফুলের পিছন থেকে নিচ পর্যন্ত আঠা দিয়ে এই পাইপটি লাগাবো।যাতে করে
পাইপের উপর সর্পিল আকারে কাটা নীল কাগজটি ঘুরি এ ঘুরি এ ভালো ভাবে লাগাতে হবে।এটি ফুলটিকে একটি পূর্ণ চেহারা দেবে ।এখন সবুজ কাগজের পাতা আকৃতিতে করে দুইটি পাতা কাটতে হবে । ঐ সর্পিল বানানো লাঠিতে দুটি পাতা দুই পাশে লাগাতে হবে আঠা দিয়ে ।হয়ে গেলো একটি পরিপূর্ণ ফুল ।
আর আপনি যতখুশি কাগজের ফুল তৈরি করতে পারবেন এবং সেগুলো ফুলদানিতে সাজাতে পারেন বা উপহারের বাক্স বা শুভেচ্ছা কার্ড সাজাতে ব্যবহার করতে পারবেন ।

ব্যবহার:

সব দেশেই প্রায় কাগজের ফুল বেশ জনপ্রিয় ।বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাগজের ফুল ব্যবহৃত হয় ।
বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের এই কাগজের ফুল ব্যবহৃত হয় । বিভিন্ন অফিসের বিভিন্ন অনুষ্ঠানে এই ফুল ব্যবহার করা হয় ।
ফুল একটি বিবাহের প্রধান জিনিস ,কিছু কিছু জায়গায় তাজা ফুল পরিবর্তে লোকেরা কাগজের ফুল দিয়ে সাজিয়ে তোলে ।যাতে করে কিছুটা কাগজের ফুলের সাহায্যে সৌন্দর্য বৃদ্ধি পায় ।
আর আপনি যদি কিছুটা ভিন্ন দেখতে চান তাহলে কাগজের ফুল আপনারই প্রয়োজন হতে পারে ।কিছুকিছু কাগজের ফুল দেখলে বুঝা যায় না, এটা কি বাস্তব তাজা ফুল! নাকি কাগজের ফুল ।এভাবে কাগজের ফুল খুবই আকর্ষনীয় হয় ।বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত এই ফুল ব্যবহৃত হয় ।তাছাড়া কাগজের ফুলের তোড়া বাড়ির এক কোণে রাখা যায়,এবং কাগজের ফুলের সাজসজ্জা কে এমন ভাবে বানাতে হবে তা দেখলে বাস্তব ফুলের মত দেখা যায় ।

সুবিধা:

কাগজের ফুল ঠান্ডায় বা গরমে নষ্ট হয়না তাই বছরে যেকোনো সময় যেকোনো অনুষ্ঠানে দুর্দান্ত করে তুলে ।
বা গরমে নষ্ট হয়না তাই বছরে যেকোনো সময় যেকোনো অনুষ্ঠানে দুর্দান্ত করে তুলে । কাগজের ফুল এমনভাবে তৈরি করা যায় যা দেখতে বাস্তবে আসল ফুলের মত ।আর যারা তাজা ফুল কিনতে খুব হিমশিম খায় তখন তারা এই ফুল কিনে বিয়েবাড়িতে সাজায় ।তাছাড়া এই কাগজের ফুল বিভিন্ন অনুষ্ঠানে গয়না বানাতে নিজের ইচ্ছামত কালার দেওয়া যায় ।
এভাবে কাগজের ফুলের সুন্দর দিকটা তুলে ধরলাম ।

◦•●◉✿ধন্যবাদ সবাইকে✿◉●•◦

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

This post has been upvoted through Steemcurator09.

Team Newcomer- Curation Guidelines for APRIL 2023

Curated by - @tocho2