পিঠা মানে আনন্দ,পিঠা মানে উৎসব @aurin "beautycreativity" 10% beneficiary"

in hive-144064 •  last year  (edited)
আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।আজ আমি মুগ পাকন পিঠা সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি:শীত এলেই পিঠা উৎসব শুরু হয়। তখন আমাদের মাঝে অনেকেই গ্রামের বাড়ি যায় পিঠা খেতে।শীতকালে ঘরের ঘরের পিঠে বানানো হয়। অনেকে ঘরে বানাতে ঝামেলা লাগে বলে দোকান থেকে পিঠা কিনে খায়। এই পাকন পিঠা ভীষণ মজার ও মচমচে হয়। বিভিন্ন পিঠার উৎসবে পাকন পিঠা পাওয়া যায়।আর বাঙ্গালীদের পিঠা উৎসব খুবই আনন্দ সহ পালন করে।

মুগ পাকন পিঠা

পরিমাণউপকরণ
সিদ্ধ চালহাফ কাপ
মুগডাল ভাজাহাফ কাপ
ময়দা১ টেবিল চামচ
বেকিং পাউডার১/৮ চা-চামচ
চিনির গুড়াআড়াই টেবিল-চামচ
ডিম১টি
চিনি2 কাপ

  • ১.চাল ৩ ঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরাতে হবে।
  • ২.চাল গুঁড়া করতে হবে। তারপর হাফ কাপ পানি ফুটিয়ে সামান্য লবন দিয়ে চালের গুঁড়া কাই করে মথে নিতে হবে।
    ৩- ময়দা ও বেকিং পাউডার একসাথে মিশিয়ে গুঁড়া চিনি ও ঘি একসাথে ফেটাতে হবে।এখন ডিম দিয়ে ফেটে তাতে ময়দা মিশাতে হবে।
    ৪- চাল, ডাল ও ময়দার মিশ্রণ একসাথে মথে নিতে হবে।প্রয়োজন হলে আরও ময়দা দিয়ে মথে নিতে হবে।
    ৫-পিরিতে রেখে হাফ সেন্টিমিটার পুরু করে বেলে নিতে হবে।এখন দার ছুরি দিয়ে বিভিন্ন আকারের পিঠা কেটে নকশা তৈরি করতে হবে।
    ৬- আধা কাপ পানি দিয়ে চিনির গন সিরা বানাতে হবে।
    ৭- মুগ পাকন ডুবো তেলে ভেজে সিরায় দিয়ে ৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে।
    এখন ডুবে থাকা মুগ পাকন গুলো উঠিয়ে গরম গরম পরিবেশন করুন।আবার এই পাকন পিঠা ঠান্ডা হলে ও অনেক মজা লাগে খেতে।


◦•●◉✿ সবাইকে ধন্যবাদ ✿◉●•◦

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg13dbw9cQZbWBAMsz6ohqaqkrCm7KQkkehxGNGyBHUtdhA93eZcSchXaVXZysREMB8zjUwUs3U28Dgq5...6GDBNJCmAd5JNGWLPSkuM888uyEzyBgMoeFJwAqVPrXj9kr2ZxfAAZ52YNYHTgxako2YfB8eBek887u6aX6V6xSrNFswxpNSqg9oo9aGj9PXQiHCj9R7TnZTvn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Wow, I think this is very testy food