♥প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম।♥
আজ আমার ভাগ্নির শুভবিবাহ অথবা বলতে পারি আমার বোনের মেয়ের শুভবিবাহ। আমার বোনের মেয়ের নাম হ্যাপি আক্তার। অথবা বলতে পারি আমার ভাগ্নির নাম "হ্যাপি" আক্তার। তাই বলা যায় আজ হ্যাপি আক্তারের শুভ বিবাহ। হ্যাপিরা এক ভাই এক বোন। হ্যাপি হলেন সবার বড়। হ্যাপি ২০০২ সালে বাংলাদেশের বরগুনা জেলার বেতাগি উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাবিবুর রহমান হাওলাদার এবং মাতার নাম তারাবানু বেগম।
ছোট বেলা থেকেই হ্যাপির পরিবার বাংলাদেশের রাজধানী ঢাকা বসবাস করে। হ্যাপির ছোট ভাইয়ের নাম রাকিব হোসেন। আমি হ্যাপির মামা।আমার ডিসট্রিক্ট শরীয়তপুর। আমার বাড়ি থেকে প্রায় ৩০০কিমি দুরুক্ত হ্যাপিদের বাড়ি। আমার পরিবার নিয়ে হ্যাপি দের বড়িতে যাই এবং বিয়ে অনুষ্ঠানে যোগদেই।
যেহেতু বিয়ের দুইদিন আগে গিয়েছিলাম সেহেতু তাদের গ্রামটা ঘুরে দেখবার সুযোগ পেয়েছি। ওদের গ্রামটা অনেক সুন্দর। আসে পাসে অনেক বিল।বিলে অনেক ধরনের ফসল।পাশদিয়ে বয়েগেছে অনেক নদী নালা। নদীতে আছে অনেক রকমারি "মাছ" জেলেরা মাছ ধরে বাজারে বিক্রি করে এবং জীবিকা নির্বাহ করে। সর্ব পরি হ্যাপির বিবাহে আমার এক দারুণ অভিজ্ঞতা অর্জন হয়েছে।
♥♣হ্যাপির পড়াশোনাঃ
হ্যাপি একজন মেধাবী শিক্ষার্থী ছিলো। সে ক্লাস ১ম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত রোল নং১ ছিলো। এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ছিলো।
★হ্যাপির হাজবেনঃ
হ্যাপির হাজবেন একজন ভদ্রলোক এবং ভালো লোক। মানুষের সাথে মিসতে এবং মানুষকে ভালোবাসতে জানে।
★আমাদের আনন্দঃ
আমরা হ্যাপির বিয়েরদিন অনেক আনন্দ এবং মজা করেছি। গায়ে হলুদের সময় একজন অপর জনের গায়ে রং দেওয়া, পানিদিয়ে ভিজেয়ে দেওয়া সহ অনেক আনন্দ করছি।
★জুতা চুরি করাঃ
জামাই যখন আসে তখন আমাদের মাঝে কিছু মেয়েরা জামাই বাবার জুতা চুরি করে এবং তার কাছ থেকে টাকা আদায় করে।
★ঘেটে সামনে আনন্দ করাঃ
ঘটে সামনে জামাই সহ সকলকেই আটকানো হয় টাকা দেওয়ার জন্য। এবং টাকা আদায় করে একটি ফিতা কেটে জামাইকে মিষ্টি খাওয়ানো হয় এবং ফিতা কাটার মধ্যে দিয়ে জামাইকে ভিতরে ঢুকতে দেওয়া হয়।
★খাবারের আয়োজনঃ
হ্যাপিদের বাড়িতে খাবারের আয়োজন করা হয় প্রায় ৫০০মানুষের। যে ধরনের আইটেম ছিলো তা হলো।
১. পোলাও।
২. সাদা ভাত।
৩.জর্দা।
৪.গরুর গোস্তো।
৫.মরগির গোস্তো।
৬.খাসির গোস্তো।
৭.সবজির ভাজি।
৮.পাতলা ডাল।
৯.গরুর ঝাল ফ্রাই।
১০.টিকা।
১২.বোরহানি।
১৩.মিষ্টান্ন।
★বউ নেওয়ার সময় বাবা মায়ের অনুভূতিঃ
হ্যাপিকে বউ সাজিয়ে নেওয়ার সময় হ্যাপির মা এবং বাবা অনেক কান্যা করলো আর বলতে থাকলো আমরা এই মেয়েকে ছাড়া কিভাবে বাজবো। আমি এবং আমার সাথীরা হ্যাপির বাবা এবং মাকে সান্ত্বনা দিলাম।
★ঐতিহাসিক কাটা পিঠাঃ
হ্যাপিদের গ্রামে একধরনের পিঠা বানানো হয়। সেই পিঠার নাম হলো কাটা পিঠা। তাদের দেশের নিয়ম অনুসারে এই পিঠা বরের বাড়িতে বিয়ার দিন বানিয়ে দিতে হয়। এই পিঠা বানানোর সময় আমরা অনেক মজা করলাম। আমার কাছে অনেক ভালো লাগলো।
★হ্যাপির অনুভূতিঃ
হ্যাপিও কান্না করতে লাগলো এবং বল্লো মা আমি তোমাদের কে ছাড়া কিভাবে বাজবো। কিন্তু নিয়তি এমনেই হয়ে থাকে
★বিবাহ সমাপ্তিঃ
এই ভাবেই শেষ হইলো হ্যাপির শুভবিবাহ অনুষ্ঠান। এবং আমরা আমাদের গন্তব্য স্থানে ফিরে আসলাম।
সকলকে ধন্যবাদ।
You are not following the rule of the beneficiary.
Set 10% beneficiary to the community account @beautycreativity.
Read more about setting beneficiary here
Join us on Discord
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit