মুক্তিযুদ্ধের বিজয় মেলার ২০২২ কিছু স্থির চিত্র। 10-beneficiary-to-beautycreativity@badshahbd

in hive-144064 •  2 years ago  (edited)

মুক্তিযুদ্ধের বিজয় মেলার ২০২২

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো, তো চলুন মুক্তিযুদ্ধের বিজয় মেলাই।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের স্মরণে ১৯৮৯ সালে বন্দর নগরীতে প্রথম এ মেলার সূচনা হয়। এই উদ্যোগে এবারের মেলা ৩৪ বছরে পদার্পণ করেছে এবং মর্যাদাপূর্ণভাবে ঐতিহ্যবাহী এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

IMG_20221224_174447.jpg

IMG_20221224_174403.jpg

আমাদের বন্দর নগরী চট্টগ্রামের কাজির দেউড়ি আউটার স্টেডিয়ামে ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। প্রতিদিন মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগে আছে। মেলা উপভোগের পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করছেন এবং পরিবার পরিজন মিয়ে সবাই আনন্দ করছে।

আজ অফিস সাপ্তাহিক বন্ধ থাকায় আমি চলে গেলাম মেলা প্রাঙ্গণে,যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়েই গেলো।
প্রাণের বিজয় মেলায় মানুষের ঢল কোন রকম গেটের কাছাকাছি পোছালাম কিন্তু ভিতরে প্রবেশ করতে বেশ হিমশিম খাচ্ছি আর তিক্ত বিচিত্র অভিজ্ঞতায় সামিল হলাম।

আশা ছিল প্রতিবারের ন্যায় এবারো ইউটিউবের জন্য ভিডিও বানাবো মানুষের টেলা টেলির কারনে আর শুট করা হলো না।

দর্শনার্থীদের ভিরের মাঝে কোন রকম আমার ভিভো Y53s মোবাইলটা বের করে সাবধানে কয়েকটা ছবি তুলে নিলাম, ভিরের কারনে ভালো করে ছবি ও ভিডিও করতে না পারায় মনটা খারাপ হয়ে গেলো।

সাপ্তাহিক বন্ধের দিন তাছাড়া সন্ধ্যের সময় মানুষের চাপ বারতেই থাকলো।

IMG_20221224_173938.jpg

IMG_20221224_173928.jpg

বরাবরের মতই এবারেও মেলায় পাট ও পাটজাত পণ্য ছাড়াও আছে থ্রি-পিস, জুতা, বিভিন্ন ধরনের শাড়ি, নকশি কাথা, কাশ্মীরি শাল ও কার্পেটসহ আছে ঘর সাজানোর বিভিন্ন উপকরণ। এছাড়া শিশুদের খেলনা, প্লাস্টিক পণ্য, কসমেটিকস পণ্যসহ বিভিন্ন ধরনের প্রসাধনী, মাটির তৈজসপত্রসহ হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। প্রতিবারের মতো এবারও পসরা সাজিয়ে বসেছে পঞ্চরসের আচার।

IMG_20221224_174140.jpg

IMG_20221224_174136.jpg

IMG_20221224_173953.jpg

IMG_20221224_173922.jpg

IMG_20221224_174001.jpg

শিশুদের বিনদনের জন্য আছে নাগরদোলা,টয় ট্রেন ও বিমান সাথে আছে চরকি এবং মিউজিক নৌকা।

মন খারাপ করে এগুতে লাগলাম প্রায় ১৫ মিনিট ধীর গতিতে হাটছি আর ওকি মেরে যা দেখা যায় দেখছি ও দিকে সমনে হাটতে হাটতে বাহিররের প্রবেশ ঘেটে চলে আসলাম।

IMG_20221224_174123.jpg

IMG_20221224_174109.jpg

আবার অন্য আরেক দিন যাবার আশা নিয়ে মন খারাপ করে তিক্ত হয়ে বের হয়ে আসলাম।

আজ এই পর্যন্তই এসে বিদায় নিলাম, আবার চলে আসবো আপনাদের মাঝে অন্য কোনো ছবি,গল্প এবং বিষয় ভাগ করে নিতে।
ততক্ষণ ভালো থাকুন ও ভালো রাখুন আপনার কাছের মানুষদের এবং আপনার চারপাশের পরিবেশ।

The picture was taken with my mobile phone

Camera ViVo Y53s

আমার পরিচিতি এখানে

20221222_111822.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Mention the camera detail somewhere in your post body!

@abduhawab
Sir the camera information has been added as per your suggestion. I would be grateful if you could check, please. Thank you.