আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আশা করি সবাই ভালো আছেন,
আলহামদুলিল্লাহ আমিও ভালো।
আজকে শুনাবো মেন্না গার্ডেন ভ্রমণের গল্প,
মেন্না গার্ডেন দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা থানার বটতলি তথা হযরত মোহসেন আউলিয়ার মাজার দরবার শরিফের পাশেই অবস্থান। এটা মুলত ব্যক্তি মালিকানাধীন পার্ক।
বেশ কয়েক দিন ধরে আমরা কয়েকজন চিন্তা করছি কোথাও ঘুরতে যাওয়ার,তাই ঠিক করলাম কছেই কোথাও যাওয়া যায় কিনা। ইউটিউবের সুবাদে মেন্না গার্ডেনের খুঁজ পেলাম।
দিনটি ঠিক করলাম বন্ধের দিনে,
যেহেতু সবাই চাকরিজীবী আমরা, তিনটার সময় একে একে সবাই মিলত হলাম আমরা মোট পাঁচজন।
সিএনজি নিয়ে প্রথমে গেলাম আমাদের এলাকার কাছেই পনের নাম্বার ঘাটে ( চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর) এর পশেই।
যেহেতু আমারা নদী পার হয়ে সর্টকাটে আনোয়ারা মেন্না গার্ডেন যাব তাই নদী পথে ভ্রমন করে যাব।
ঘাটের জন প্রতি দুই টাকা করে ঘাট ফি দিয়ে বোটে বসলাম, কর্ণফুলী নদীর বুকে বোট ছুটে চলছে,পাশ দিয়ে বন্দরে আসা যাওয়া করছে পন্যবাহি জাহাজ,এ এক রোমাঞ্চকর অনুভূতি চারপাশের দৃশ্য উপভোগ করতে করতেই আমরা কখন ওপারে CUFL ঘটে পৌছালাম বুঝে উঠতেই পারি নাই ।
এপার থেকে আবার সিএনজি নিয়ে চললাম মেন্না গার্ডেনের পথে
একা বাকা রাস্তা দিয়ে সিএনজি ছুটে চলছে ৩০ মিনিট পর আমরা গার্ডেনের সমানে এসে নামলাম।
আমি বরাবরের মতই ভ্লগ ভিডিওর জন্য ভিডিও করতে শুরু করে দিলাম।
জন প্রতি ৩০ টাকা করে প্রবেশ ফি দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করলাম।
চারি দিকে সবুজ গাছ গাছালি ফুলের বাগান দেখেই নয়ন জুড়িয়ে গেল।
কৃত্রিম লেক তৈরি করছে লেকে চলছে নৌকা আর এপার থেকে ওপার যাওয়ার জন্য লেকের উপরে একটি কাঠের পোল আর একটি বাশের পোল দেখতে পেলাম।
পুলে দাড়িয়ে সবাই ছবি তুলছে আমরাও বাকি থাকলাম না তুলে নিলাম।
লেকের মাঝে ডাইনিং হলটা আমার খুবই ভালো লাগলো আলাদা একটা অন্যরকম ফিল।
ডাইনিং এর পশে লেকের ঘাটি মাছ কে খাবার দিয়ে মজা করছে দর্শনার্থীরা।
বেশ কিছুক্ষণ ঘুরাঘুরি করার পর আবার পার্কের সম্মুখ দিখে কৃত্রিম ঝর্নাতে কিছু ছবি তুলাম আর ভিডিওটা করে নিলাম।
ব্যক্তি উদ্যোগে এমন রুচিসম্মত পরিবেশে এমন পার্ক দেখে সত্যি আনন্দিত হলাম।
ছোট খাটো পিকনিক আর পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটানোর একটি ভালো স্থান।
দেখতে দেখতে সময় ফুরিয়ে আসলো সন্ধ্যাও নেমে আসলো, ফিরার পালা।
পাশে মোহসেন আউলিয়ার মজার জিয়ারত করে আমরা বাড়ির দিখে রওনা হলাম।
কিভাবে যাবেনঃ
চট্টগ্রাম শহরের যে কোন স্থান থেকে কর্ণফুলী ব্রিজ থেকে সিএনজি অথবা বাস যোগে আনোয়ারা বটতলি হয়ে যাওয়া যায়,
অথবা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পাশে পনের নাম্বার ঘাট হয়ে নদী পার হয়েও লোকাল অথবা সিএনজি রিজার্ভ নিয়ে যাওয়া যায়।
ধন্যবাদ।
Curation Team - Team Newcomer
Read this useful information for Newcomers;
Team Newcomer- Curation Guidelines for December 2022
Newcomers' Tutorial Part 1: How to join the #club5050 initiative and how can you adapt this rule
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit