লাল জবা ফুলের ফটোগ্রাফি|| 10% beneficiary @beautycreativity

in hive-144064 •  2 years ago 

হ্যালো বন্ধুরা

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। কয়েকদিন ধরে ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি দেখেছি সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। সবার ফটোগ্রাফি করতে দেখে আমার নিজেরও ভীষণ আগ্রহ হয়েছে। এখন আমি কোথাও গেলে কিংবা ঘর থেকে বের হলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। ফটোগ্রাফি করলাম আমি একটু সময় নিয়ে সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি।আমার করা ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করলে বেশি ভালই লাগে। আমি আজকে সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আশা করি আমার খুব ভালো লাগবে।

IMG_20230518_122822.jpg

আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর করে জবা ফুলের ফটোগ্রাফি করলাম। লাল জবা ফুল আমার কাছে অনেক ভালো লাগে। তবে জবা ফুল বিভিন্ন রকমের আছে। আমার কাছে সব ধরনের জবা ফুল অনেক ভালো লাগে। পছন্দের ফুলের মধ্যে একটি হচ্ছে আমার জবা ফুল। বিশেষ করে ও জবা ফুলের রসগুলো দিলে মাথার চুল এবং হাতের চামড়ার জন্য অনেক ভালো হয়। জবা ফুলের গাছগুলো অনেক বছর পর্যন্ত টিকে থাকে। এবং বিভিন্ন জায়গাতে এই ফুল গাছগুলো বেশি দেখা যায়। কিছুদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে আর বড় বোনের বাসায় বেড়াতে যাচ্ছিলাম। তখন দেখি একটি নতুন বাড়ির পাশে খুব সুন্দর করে জবা ফুল গাছ লাগিয়েছিল। ওখানে এই জবা ফুলটি আমি দেখতে পাই। জবা ফুল দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এবং গাড়ি দাঁড় করিয়ে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছি। আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালোই লাগবে।

IMG_20230518_122801.jpg

IMG_20230518_122804.jpg

IMG_20230518_122816.jpg

IMG_20230518_122810.jpg

https://w3w.co/edgier.henna.washed


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WDkeV9VyKBz5Bu3NZTo6vZivF5GUXJBEVLvBH1h3HsRp1ZYBsgUduPRLsLxWo...xVSorX63jpdcQpgoYDtf9x3DN8TKARQ7rxQmPrgsaidU8vuBFtBs3xALA1CeVMSuoJvH9jBe1vBTGM7Jdi8hZqjc7ACVe9gifx8cRJZBRxp1hzRxHyfz4TnBUS.png

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার এই জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে এই জবা ফুলের ফটোগ্রাফি করেছে। এই সুন্দর জবা ফুলটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।