Boc আর্ট :- কালারফুল দুটি মরিচের আর্ট

in hive-144064 •  5 days ago 

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। ভাবলাম আজকে আপনাদের মাঝে একটি আর্ট করে শেয়ার করবো। আসলে আমি অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের আর্ট করতে খুবই পছন্দ করি। বিশেষ করে কালারফুল এবং পেইন্টিং গুলো করতে খুবই পছন্দ করি। ইতিমধ্যে আমি এই প্লাটফর্মে বেশ কিছু আর্ট শেয়ার করেছি। প্রতিনিয়ত আমি নতুন নতুন বিষয় নিয়ে আর্ট করার চেষ্টা করি। তাই ভাবলাম এখন থেকে আপনাদের মাঝেও প্রতিনিয়ত আমার গুলো আর্ট গুলো শেয়ার করবো। আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি কালারফুল আর্ট শেয়ার করব। আশা করি আজকের আর্ট আপনাদের সবার খুবই ভালো লাগবে।

IMG_20241231_182919.jpg

প্রয়োজনীয় উপকরণ

• আঁকার খাতা
• রং কলম
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG_20231130_192500.jpg

বিবরণ :

প্রথমে আমি একটি সাদা পেজ নিলাম। তারপর দুটি মরিচের স্কেচ মোটা মার্কার কলম দিয়ে এঁকে নিয়ে নিলাম।

IMG_20241229_195503.jpg

তারপর লাল রঙের মরিচটাকে লাল রং কলম দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20241229_195546.jpg

তারপর মরিচের উপরে দুটি অংশ সুন্দর করে হালকা সবুজ এবং গারো সবুজ রং দিয়ে রং করে নিয়ে নিলাম।

IMG_20241229_195637.jpg

তারপর আরেকটি মরিচ হালকা সবুজ রং কলম দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20241229_195702.jpg

এভাবে আমি পুরো আর্ট কমপ্লিট করে ফেললাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের। সবার পছন্দ হবে।

IMG_20241231_182919.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

IMG-20220603-WA0000.jpg


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

ধন্যবাদ আমার পোস্ট ভিজিট করার জন্য

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

It's clear from today's art that you have very good artistic skills because you have completed the art very beautifully.