VERIFICATION POST OF MINE. @BIJOY1

in hive-144064 •  3 years ago 

আসসালামু আলাইকুম।
আমার নাম আবদুল্লাহ আল সাইমুন।আমি একজন শিক্ষার্থী। আমার পরিবারের পাঁচজন সদস্য। আমার মা বাবা আর আমরা তিনজন ভাই বোন।আমরা এক ভাই দুই বোন।আমার একটা বড় বোন আছে ও একটা ছোট বোন আছে।

20220810_162759.jpg

আমি আমার পরিবারের এক মাত্র ছেলে। বড় বোনের বিয়ে হয়ে গেছে পাশাপাশি আমার একজন সুন্দর ভাগিনা আছে। আমি দুধমুখা উচ্চ বিদ্যালয় বর্তমানে দশম শ্রেণীতে পড়ি ।
IMG-20220805-WA0006.jpg
আমি প্লে থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত কে.বি মডেল একাডেমিতে পড়াশোনা করেছিলাম ।আমি দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ।আমার বিজ্ঞান বিভাগে অনেক ছাত্রছাত্রী রয়েছে। সকলেই খুব মেধাবী।

আমার অনেকগুলো বন্ধু রয়েছে। তার মধ্যে বিজ্ঞান বিভাগের কয়েকজন । আমার প্রাইমারির একজন প্রিয় বন্ধু ছিল সে এখন আর আমাদের দুধমুখা উচ্চ বিদ্যালয় পড়ে না।

সে এখন আতাতুর্ক উচ্চ বিদ্যালয় পড়ে। অনেক বছর পর তার সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম ।খুব ভালো লাগলো ।অনেক বছর পর বন্ধুর সাথে দেখা হয়।

IMG-20220809-WA0008.jpg

বর্তমানে একজন প্রিয় বন্ধু আছে খুব ভালো। আমরা দুজন স্কুলে ও টিউশনে একসাথে থাকি একসাথে বসি ও একসাথে লেখাপড়া করি ।আমাদের ছয় দিন শ্রেণী কার্যক্রম চলে।

প্রতিদিন ৮ বিষয় এবং বৃহস্পতিবার চার বিষয় হয়। এর মধ্যে জীববিজ্ঞানের শিক্ষিকা খুব ভালো পড়ান এবং আমাদের সবাইকে খুব আদর করেন ।উনার প্রিয় ছাত্রদের মধ্যে আমি একজন। উনি আমাদের কাছ থেকে খুব ভালো ফলাফল আশা করছেন ।আমি আগামী বছর ২০২৩ সালে এস.এস.সি পরীক্ষা দেব।

পড়ালেখার পাশাপাশি বিভিন্ন শখ রয়েছে আমার। বর্তমানে আমি সাইকেল চালাই তবে আমার ইচ্ছা একদিন খুব সুন্দর একটা বাইক চালাবো। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWXz5Thb9KaLe3Fb4g9HZWMtFuhU9iFUYNihBEHoVorrUHGUyt8dudiSmhg8HD3jENBC5fgshF6jgFLo49t9iwx.jpeg

অ্যাপলের কম্পিউটার ও মোবাইল ফোন চালাবো। খেলাধুলার মধ্যে প্রায় সকল খেলায় খেলে থাকি। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ক্যারাম, লুডো মাঝেমধ্যে খেলে থাকি।

ম্যাজিক কিউব মেলানো আমার খুব পছন্দের। আমার কাছে বিভিন্ন ধরনের ম্যাজিক কিউব রয়েছে। আমার কাছে বিভিন্ন ডিজাইনের কিউব রয়েছে। যাদের মধ্যে সবগুলো আমি সমাধান করতে পারি। বিভিন্ন প্রকার বই পড়ি এবং বিভিন্ন স্থানের বিভিন্ন ঘটনা ও অনেক বড় বড় বিজ্ঞানী ও মনিষীদের কথা জানতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমি সবার কাছে পরিচিত হয়ে আছে।

Screenshot_20220811-000730_Gallery.jpg

কিশোর কিশোরী ক্লাবের সদস্য আমি।এটি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এর একটি উদ্যোগ। এখানে গান হার্ড কাপসহ বিভিন্ন প্রকার খেলাধুলা শেখানো হয়। আমি আমার অবসর সময় বিভিন্ন প্রকার হলিউড মুভি দেখে থাকি। এখন পর্যন্ত যতগুলো জনপ্রিয় হলিউড মুভি বের হয়েছে তার মধ্যে অনেকগুলো মুভি আমার দেখা।হলিউডের অনেক তারকাকে আমার খুব ভালো লাগে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81aR3ojhGX5vLdqDwCHvRrP2UAwzMFgePX4qcTQvuf5CA3acCZjCyKVjkBqRREEhFGXHtp7mjKTBkM12mh8rZnYw3PMCmc.jpeg

আমি ফটোগ্রাফি করতেও অনেক ভালোবাসি। আমি অনেক ছোট থেকে দেখেছি সবাই সুন্দর সুন্দর ছবি তুলছে। সেখান থেকে আমার ছবি তোলার অনুপ্রেরণা জাগে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা হল আমার বোনের বিয়ের সকল ছবি আমার ক্যামেরায় আমার হাতে তোলা।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyyihgU4aCYSS6cTQb2yyjFRycAY3xKcYPKu149XmyMfNMn5cDQz3gcWTgXifFbS2yjejaZxhERNqhg8NYsP5norACLbEY163uZwca.jpeg

আমি আমার বড় ভাই থেকে স্টিমইটের কথা জানতে পারি। আমি অনেকদিন ওনার কাজগুলো দেখি।পরে উনি আমাকে বলেন এখানে যুক্ত হতে। তাই আর আমি আমার পরিচিতি নিয়ে আসছি আপনাদের কাছে। আশা করি সাপোর্ট করার মাধ্যমে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে,ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Welcome to boc community,

Hi, @bijoy1

Thank you for Joining our BOC community.


boc welocme message.png

Keep sharing the creative and quality content. You can share creative content like Art, Photography, Traveling, Music, Poetry, Lifestyle, etc without any limits. I would like to request you to join our discord server by just clicking on the above BoC poster.

  • Always create original and quality content
  • Be Active in the community by commenting, resteeming and upvoting others posts.

BoC- line.png

Some Rules and Regulations that you must have to follow. Community Rules.

Join us on Discord