বুনো ফুলের ফটোগ্রাফি by @farhanaaysha(10% to Beauty of Creativity)

in hive-144064 •  2 years ago 

বুনো পাহাড়ি ফুল

আসসালামু আলাইকুম গ্রুপবাসী।

আল্লাহর অশেষ রহমতে সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আপনাদের সাথে শেয়ার করবো একটি নতুন পাহাড়ি ফুলের ফটোগ্রাফি যা আজ ভোরবেলা হাটতে গিয়ে ক্যামেরা বন্ধী করেছি। এটি এক ধরনের ঔষধী গাছ যা গ্রামের পতিত জমি, বন বাদাড়,খাল বিলে জন্ম নেয়। এটার ফুল দেখতে হাতির সুরের মতো বলে এটাকে অনেকে হাতির সুর গাছ ও বলে থাকে।
এই সুন্দর ফুলগুলো দেখতে দারুণ একই সাথে ফুল এবং কুড়ি থাকে।আমার প্রিয় কমিউনিটি বিউটি অব ক্রিয়েটিভিতে আমার আজকের নতুন ফটোগ্রাফি।
আপনারা ইতোমধ্যে সবাই জেনেছেন আমি কনটেন্ট হিসেবে ফুল ফল পাতার ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি আপনাদের সাথে আমার বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি আশা রাখছি ভবিষ্যতেও আরো সুন্দর সুন্দর বুনো ফুল-ফল, পাতা ও নতুন গাছের পরিচয় নিয়ে হাজির হবো। আশা করবো আপনাদের ভালো লাগবে।

2 (2).jpeg

বাড়ির পাশের বিলে হাটতে গিয়ে আজ এই সুন্দর ফুলের দেখা পেয়েছি। এই ছোট আকৃতির ফুলগুলো খুবই মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় রূপের অধিকারী। আপনাদেরই মাঝে উপস্থাপন করতে আমার আজকের এই বুনো ফুলের ফটোগ্রাফি করেছি।
হাল্কা বেগুনি রঙের ফুলগুলো পুষ্পমঞ্জুরীতে থরে থরে সাজানো থাকে পর্যায়ক্রমে ফুল ফুটতে ফুটতেই এগিয়ে চলে মঞ্জুরীগুলো।কিছুটা ফুটন্ত ফুল আর কিছুটা কলি দেখতে বেশ মুগ্ধতা ছড়িয়ে দেয়। বুনোফুল গুলো আমার মনোযোগ আর্কষণ করেছে তাই আমি ফটোগ্রাফি করেছি এই সুন্দর ফুলের।

y (2).jpeg

আপনাদেরও অনেক অনেক পছন্দ হবে ছোট্ট সুন্দর এই ফুলের ফটোগ্রাফি। গাঢ়সবুজ পাতাও কম সুন্দরী নয় বরং বেশ আকর্ষণীয় । ফটোগ্রাফি করার পর ফুল ও পাতা গুলোর সৌন্দর্য বেশ আকর্ষণীয় রূপে প্রকাশ পেয়েছে।
আমি ফারহানা আয়শা। আমার ব্যবহারকারি নাম @farhanaaysha. আমি বুনো ফুল পাতার ফটোগ্রাফি করতে ভালোবাসি এবং আপনাদের সাথে সেইসব ফটোগ্রাফি শেয়ার করতে ভালোবাসি।আমি বান্দরবানের পাহাড়ি কন্যা।

ভালোবাসি পাহাড় ভালোবাসি স্নিগ্ধ সুন্দর সকাল।

আমি ফুল পাতার ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি এবং পাহাড়ে ভ্রমণ করতে ও বাগান করতে। আমার ফটোগ্রাফির মাধ্যমে আপনাদেরই সাথে শেয়ার করবো আমার ভালোলাগা।
camera📸smartphone
Original image click by #farhanaaysha

পোস্ট বিবরণ

শ্রেনীফটোগ্রাফি
ক্যামেরা📷স্মার্টফোন
ডিভাইসvivo v25 pro
ফটোগ্রাফার@farhanaaysha
লোকেশনবাংলাদেশ

বুনোফুলের ফটোগ্রাফি নিয়ে তৈরি আজকের ফটোগ্রাফি ব্লগ । আমার আজকের ব্লগ ভিজিট করার জন্য সবাইকে

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

@ farhanaaysha
আপু খুব সুন্দর একটা জিনিস আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ

বুনো পাহাড়ি ফুলের অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি।

বুনো ফুলের ফটোগ্রাফি দেখে খুবি ভালো লেগেছে

বুনো পাহাড়ি ফুল দেখতে অনেক সুন্দর, আপনার পোষ্ট টি আমার অনেক ভালো লেগেছে।