ফটোগ্রাফি:-আমার তোলা পেঁপে ফুল

in hive-144064 •  last year 

হ্যালো বন্ধুরা
"আসসালামু আলাইকুম"

পেঁপে ফুলের ফটোগ্রাফি

সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি ভালো আছেন । আমিও ভালো এবং সুস্থ আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম আমার নতুন ফটোগ্রাফি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পেঁপে ফুলের ফটোগ্রাফি। আশা করি আজকের ফটোগ্রাফিগুলোও আপনাদের অনেক বেশি ভালো লাগবে।

পেঁপে ফুল অন্যান্য ফুলের মতোই অনেক বেশি সুন্দর। এটার রঙ সাদাটে হয়।দুই রকমের ফুল দেখা যায় একটা স্ত্রী ফুল অপরটা পুরুষ ফুল আজকের ফটোগ্রাফিতে দুইরকম ফুলের ছবিই আছে। তবে ফুল ফোটার আগের কলিগুলো দেখতে একটু বেশিই সুন্দর হয়। নরম কান্ডে উজ্জল সবুজ ডালে সাদা রঙের ফুল বেশ আর্কষণীয়।আপনারা তো জানেনই আমি ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। তাই আজ দুপুর নাগাদ পেঁপে ফুলের ছবি তোলার জন্য বাইরে গিয়েছিলাম। আর এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো নিয়ে ফিরে এলাম।


পেঁপে যেমন অনেক বেশি সুস্বাদু তেমনি এর ফুলও অনেক বেশি সুন্দর। পেঁপে ফুল আমরা সবাই দেখেছি কারণ পেঁপে আমাদের দেশের সহজলভ্য একটি ফল।কমবেশি সবসময়ই গাছে ফুল ফুটতে থাকে। পেঁপে ফুল স্ত্রী ফুল একটি বা দুটি করে পাতার গোড়ার দিকে কান্ডে থাকে। অপরদিকে পুরুষ ফুল পুষ্পমঞ্জরি আকারে থোকায় ঝুলন্ত থাকে। একেক জাতের পেঁপের ফুল একেক রকম হয়।কোনটা বড়ো কোনোটা ছোট।
আশা করবো আজকের পেঁপে ফুলের ফটোগ্রাফিগুলোও আপনাদের মুগ্ধ করবে।


we (2).jpeg



🐸 Happy Writing🐸

পোস্টবিবরণ
শ্রেণিফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্টতৈরি@farhanaaysha
লোকেশনবাংলাদেশ
ডিভাইসOPPO Find X3 Pro

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You have done a very nice photography of papaya flower. I like pape flower very much it looks very nice.

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png