Bitter Gourd || My Photography -Day 03/06/2021

in hive-144064 •  4 years ago 

করলা প্রাকৃতিক উপাদানে ভরপুর একটি চমৎকার সবজি, কিন্তু এই সবজিটির ব্যাপারে আমাদের সকলের মাঝে এক প্রকারের আতংক রয়েছে, আর সেটা হলো এর তিক্ততা। সত্যি বলতে শিশুরা বেশী ভীত থাকে এই সবজিটির প্রতি। ছোট বেলায় আমিও তেতোর ভয়ে এই সবজিটি খেতে চেতাম না কিন্তু সত্যি বলছি আব্বুর বকার ভয়ে খেতাম। কিন্তু এখন তেতোর ভয়ে না বরং এর নানা ধরনের স্বাস্থ্য উপকারীতার জন্য করলা খাই।

এখন সপ্তাহে প্রায় দুই দিন বাড়ীতে এই সবজিটির রান্না হয়, তবে বেশী স্বাদ লাগে পাঙ্গাস মাছের সাথে করলার চড়চরি । এছাড়াও আলুর সাথে করলার ভাজিও মজা লাগে। সত্যি বলতে প্রাকৃতিক উপাদান এবং স্বাস্থ্য বিবেচনায় এই চমৎকার একটি সবিজ। এর মাঝে প্রচুর পরিমানে ভিটামিন সি পাওয়া যায়। আর ভিটামিন সি মানেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির দারুন সুযোগ। আমার এখনো মনে আছে ছোট বেলায় কৃমি দূর করার জন্য আম্মু খালি পেটে করলার জুস খাওয়াতো। এটা কতটা কষ্টকর ছিলো, যারা করলার জুস খেয়েছেন শুধুমাত্র তারাই অনুভূতিটি বুঝতে সক্ষম হবেন।

সেই তিক্ত স্মৃতিগুলো এখনো মনে আছে আমার। তবে এখন বাড়ীতে রেগুলার করলার জুস তৈরী হয় তবে আমাদের জন্য না বরং আব্বুর জন্য। কারন ডায়বেটিস নিয়ন্ত্রনে এটি দারুনভাবে কাজ করে থাকে। বিশেষ করে করলার জুস সুগার নিয়ন্ত্রনে বেশ কার্যকর। এই জন্য আমাদের দেশে অনেকেই রেগুলার করলার জুস খাওয়ার চেষ্টা করেন তাদের ডায়বেটিস নিয়ন্ত্রনে রাখার জন্য। তবে এছাড়াও আরো অনেক গুন বিদ্যমান রয়েছে করলার মাঝে, যা আমাদের শারীরিক সুস্থ্যতার জন্য ম্যাজিকের মতো কাজ করে।

যাইহোক, করলার এই তিক্ত স্মৃতির সাথে কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে ভাগ করে নেব আজ। ছবিগুলো আমার শ্বশুড় বাড়ীর ছাদ হতে ক্যাপচার করা হয়েছে। তাদের বাড়ীর ছাদে প্রায় অনেক ধরনের সবজি চাষ করার চেষ্টা করা হয়। আশা করছি ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে।

IMG_20210516_165851.jpg

IMG_20210516_165835.jpg

IMG_20210516_165917.jpg

IMG_20210516_165828.jpg

এই ফটোগুলো কিছুটা কাছ হতে ক্যাপচার করা হয়েছে, যার কারনে করলার দৃশ্যগুলো কিছুটা বড় সাইজের মনে হচ্ছে। আসলে এগুলো ততটা বড় হয়নি এখনো। তবে এটা সত্যি যে, ছোট গাছটিতে বেশ ভালো করলা ধরেছে। দৃশ্যগুলো আমার কাছে দারুন লেগেছে। চলুন বাকী ফটোগ্রাফিগুলোও দেখি।

IMG_20210516_101041.jpg

IMG_20210516_101045.jpg

IMG_20210516_165905.jpg

IMG_20210516_165803.jpg


TypeBitter Gourd
DeviceRedmi 9, Xiaomi
ISO SpeedISO133
Focal Length3.79mm
LocationSavarupazila, Dhaka


ধন্যবাদ সবাইকে ফটোগ্রাফিগুলো দেখার জন্য।
@hafizullah

222.jpg
text15.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

text15.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

bah khub valo laglo post ta.

Dhonnobad vai visit korar jonne.

most welcome.

aha kub shanti pelam sune .jaihok valoi likhesen.

السلام علیکم سرجی کیا حال ہہیں

Jodio aponar vai korola khai nah tobe ami khai amr valoi lage khete. Dhonnobad vai aponake sundor likhsen.

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

ও ভাইয়া, সত্যিই খুব সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো। তার সাথে আপনার মৃদু মিষ্টি হাসি। খুব সুন্দর লিখেছেন ভাই। শুভকামনা রইল আপনার জন্য।
দোয়া রাইখেন আমার জন্য