বাঁশখালী সমুদ্র সৈকত

in hive-144064 •  3 years ago 

বাঁশখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় বাঁশখালী উপজেলায় অবস্থিত একটি সমুদ্র সৈকত। এটি বাহারছড়া সমুদ্র সৈকত নামেও পরিচিত। এই সৈকতটি বালুচরবেষ্টিত সমুদ্র সৈকত। এই সৈকতটি রয়েছে দুটি প্রধান পয়েন্ট একটি কদমরসুল পয়েন্ট অন্যটি খানখানাবাদ পয়েন্ট কিছুটা কক্সবাজার সমুদ্র সৈকতের মতোই। এই সৈকতটির দৈর্ঘ্য ৩৭ কিলোমিটার।
IMG_7830.jpg
অবস্থানঃ
চট্টগ্রাম শহর থেকে এই সৈকতের দুরত্ব প্রায় ৪০ কিলোমিটার। বাঁশখালী উপজেলার ছনুয়া, গন্ডামারা, সরল, বাহারছড়া, খানখানাবাদ এলাকার উপকূলজুড়ে এই সৈকত। সৈকতর পশ্চিম দিক জুড়ে পুরোটাই কুতুবদিয়া চ্যানেল। আর কাছেই কুতুবদিয়া দ্বীপ। বাঁশখালীর গুণাগরি বাজার থেকে সরাসরি এই সৈকতে আসা যায়। সাড়ে চারশো বছরের পুরনো বকশি হামিদ মসজিদও এই সৈকত থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।

পরিবেশঃ
২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের পর সৈকতটিতে রোপন করা হয়েছে ঝাউ গাছ এবং তৈরি হয়েছে ঝাউ বাগান। আর সৈকতে পাওয়া যায় লাল কাঁকড়া। বিশেষ করে সকালে এই কাঁকড়াগুলো বেশি চোখে পড়ে। খুব ভালোভাবে এই সৈকত থেকে সূর্যাস্ত উপভোগ করা যায়।এই সৈকতের পাসে জলাসয়ে মহিসের থাকার জায়গা হাটু জল পানিতে যখন মহিষ ডুবে থাকে তা দেখতে খুবই অসাধারণ। চোখ জুরিয়ে যায়।

পর্যটকদের সুবিধাঃ
শহর থেকে কিছুটা দূরে হওয়ায় এখানে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকে।তাই এখানে পর্যটকের থাকার ব্যবস্থা
নাই বললেই চলে।
বর্ষায় সৈকতটির প্রশস্ততা কিছুটা কমে যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi, @kairinakter

You are not following the rule of the beneficiary.

Set 10% beneficiary to the community account @beautycreativity.

Read more about setting beneficiary here

Join us on Discord

ভাল লাগল পোষ্টটা