ছাদবাগানের টবে লাল পুঁইশাকের চাষাবাদ।

in hive-144064 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

সকল স্টিমিয়ান বন্ধুদের জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা ও অভিনন্দন। আশাকরি সবাই অনেক ভালো আছেন।আমিও ভালো আছি।

আজকের আর্টিকেলে আমি আপনাদের মাঝে যা ভাগ করে নিতে যাচ্ছি,তা হলো-
ছাদবাগানের টবে লাল পুঁইশাকের চাষাবাদ

তো দেরি না করে আলোচনা শুরু করা যাক-

IMG_20210923_082057.jpg

শাকের মধ্যে পুঁই,
মাছের মধ্যে রুই।

পুঁইশাকে প্রচুর পরিমাণে আয়রন,ক্যালসিয়াম ও ভিটামিন-এ আছে।যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায়,হাড় শক্ত করে এবং চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করা সহ অনেক কাজ করে।এর তরকারি খুবই সুস্বাদু হয়ে থাকে।

পুঁইশাক দুইপ্রকারের হয়ে থাকে।যথা-সাদা রঙের পুঁইশাক ও লাল রঙের পুঁইশাক। লাল রঙের পুঁইশাক সম্পর্কে ধারাবাহিকভাবে আজকে আলোচনা করবো।

IMG_20210923_082049.jpg

বীজ বপণ

সাধারনত পুঁইশাকের গাছে ফুল ও বীজ হয়।এই বীজগুলো কালো রং ধারন করলে বুঝতে হবে বীজগুলো পরিপক্ব হয়েছে। তখন এই বীজগুলো তুলে ৭/৮ দিন রোদে শুকিয়ে মাটি বা টবে বপণ করতে হবে।

IMG_20210923_082033.jpg

টবের মাটি তৈরি

টবের মাটি একটু ভালোভাবে তৈরি করতে হয়।কারণ টবে সীমিত খাদ্য থাকে।নিম্নলিখিত পরিমান হারে উপাদান গুলো দিয়ে টবের মাটি বা গার্ডেন সয়েল তৈরি করতে হয়।

উপাদানশতকরা পরিমান
দো'আঁশ মাটি৬০%
একবছর আগের পুরানো গোবর৩০%
অর্গানিক এনপিকে সার ও জৈব সার১০%

উপরোক্ত উপাদানগুলো একত্রে করে ভালোভাবে মিক্সচার করতে হবে।এমনভাবে মিশ্রীত করবো যাতে মাটি বা গোবরের কোন প্রকার বড় বা ছোট টুকরা না, সব গুড়া হয়ে যায়।

এই তৈরি করা মাটি বা গার্ডেন সয়েল টবে এমনভাবে তুলবো যাতে টবের উপরে ১/২ ইঞ্চি ফাঁকা রাখতে হবে টবে পানি দেয়ার জন্য।

টবের মাঝখানের ছিদ্রটিতে ঢেউ খেলানো একটি খোলামকুচি দিতে হবে টবের পানি নিস্বরণের জন্য।

IMG_20210923_082027.jpg

টব নির্বাচন

পুঁইশাকের চাষাবাদের জন্য একটি ২৫/৩০ ইঞ্চি প্লাস্টিক বা সিমেন্টের বা মাটি তৈরি টব মনোনীত করবো।টবটির নিচের দিকে মাঝখানে এক ইঞ্চি গোল একটি ফুটা বা ছিদ্র করতে হবে যাতে টবের পানি নিস্ররণ হয়।

IMG_20210923_082007.jpg

চারা রোপন

পুঁইশাকের বীজ বপণের ৭/৮ দিন পর বীজ থেকে চারা গজিয়ে উঠবে।এর ৫/৬ দিন পর চারাগুলো ৬/৭ ইঞ্চি লম্বা হলে ২/১ চারা ঐ মাটি থেকে তুলে মাটি তৈরি করা টবটিতে রোপন করবো।

যদি শুকনো দিন হয়,তাহলে চারা রোপন করার পর একটু পানি দিতে হবে।

IMG_20210923_081954.jpg

পুঁইশাকের গাছের যত্ন

চারা রোপন করার পরে নিয়মিত টবে পানি দিতে হবে।খুব রোদ হলে ১ দিন পরপর ও স্বাভাবিকভাবে ২/৩ দিন পরপর পানি দিতে হবে।

IMG_20210923_081950.jpg

টবে গাছের গোড়ে আগাছা জন্মিলে তা তুলে দিতে হবে।তাছাড়া গাছের গোড়ের মাটির সবসময় আলগা রাখতে হবে,যাতে বায়ু প্রবেশ করতে পারে।

IMG_20210923_081943.jpg

পুঁইশাকের গাছে তেমন সার প্রয়োগ করতে হয় না।তারপরেও যদি গাছ দুর্বল মনে হয়,তখন বাড়ীতে তৈরি অর্গানিক এনপিকে সার গাছে গোড়ের চারদিকে খুঁড়ে ২৫০/৩০০ গ্রাম প্রয়োগ করতে হবে।

IMG_20210923_081929.jpg

পুঁইশাকে সাধারনত পোকামাকড়ের আক্রমণ কম হয়ে থাকে।যদি পাতায় দাগ পোকা আক্রান্ত হওয়া মনে হয়,তখন বাড়ীতে তৈরি অর্গানিক নিম তেল প্রতিলিটার পানিতে ২০/২৫ মিলিলিটার নিম তেল মিশ্রীত করে প্রতি সপ্তাহে একবার করে ৩/৪ বার স্প্রে করলে ভালো হবে।

এভাবে আমরা ছাদবাগানের টবে লাল পুঁইশাকের চাষাবাদ করে প্রচুর পরিমান ফলন ফলাইয়ে পরিবারের চাহিদা মেটাতে পারি।

IMG_20210923_081924.jpg

ছবির বিবরণ

ছবি সংগ্রহমোবাইল ফোন ক্যামেরা
ফোন নাম এবং মডেলসিম্ফনি আই ১০
ক্যামেরা রেজুলেশন৮ মেগাপিক্সেল
অবস্থানভেন্ডাবাড়ী, রংপুর, বাংলাদেশ
what3words Locationhttps://w3w.co/streetlamp.sitcom.shapely
ধারণকারি@lebutechnosteem
ক্যাটাগরিচাষাবাদ

ধন্যবাদ

@lebutechnosteem

নিবন্ধটি উপভোগ করার জন্য ধন্যবাদ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!