আসসালামুআলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।আমার স্টিমিট একাউন্ট এর নাম- @liya21। আমি এখানে নিজেকে ব্যাখ্যা করতে চলেছি:
আমি লিয়া। আমার জন্মস্থান বাংলাদেশের খুলনা শহরে । আমার জন্ম ১৯৯৭ সালে। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন। বাবার চাকরির সুবাদে আমরা সারা বাংলাদেশে বেশ ভালো ঘোরাঘুরি করতে পেরেছি। অন্যদিকে, আমার মা একজন গৃহিণী। সে ঘরের কাজে বেশ পারদর্শী বলা চলে। আমার মা আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি আমার মায়ের সাথে অকপটে সবকিছু শেয়ার করতে পারি। আমার দুই বড় ভাই আছে। তারা বিবাহিত। আমার অভ্যাসের ক্ষেত্রে আমার বাবা-মায়ের পরামর্শের একটি প্রভাবশালী ভূমিকা ছিল। আমি সত্য কথা বলতে বিশ্বাস করি এবং মিথ্যা না বলার সর্বোচ্চ চেষ্টা করি। আমার পরিবার পরামর্শ দেয় যে আমি ভুল করলে আমি তা যেন স্বীকার করি। সেক্ষেত্রে আমার স্বভাবের ভালো দিকগুলো গড়ে উঠেছে। তাই, আমি জানি কিভাবে জীবনের প্রতিটি পরিস্থিতিতে সুখী থাকতে হয়। আমি অবসর সময়ে আমার পরিবারের সাথে আমার সময় কাটাতে পছন্দ করি। আমার পরিবারের সাথে আমি নিরাপদ এবং নমনীয় বোধ করি।
আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ পাশ করেছি, বিষয় ছিলো মার্কেটিং। আমি এই বিষয়ে পড়তে পেরে গর্বিত।বর্তমানে মার্কেটিং এই পৃথিবীতে একটি মূল্যবান বিষয়। প্রতিটি ক্ষেত্রে আমার বিষয়ভিত্তিক ধারণা দিয়ে অনেক কাজ সহজে করতে পারি। আমাদের শিক্ষকরা আমাদের পড়াশোনার ব্যাপারে অনেক সতর্ক ছিলেন। লোকেদের সম্পর্কে জানতে এবং তাদের সাথে মার্কেটিং করার অনেক উপায় আমাদের শেখান।
ছাত্রজীবনে আমি ছোটবেলার দিনগুলো বেশি উপভোগ করেছি। স্কুলে আমার শৈশবের দিনগুলোর মজার মুহূর্তগুলো কখনো ভুলবো না। সেই দিনগুলো খুব আমাকে আনন্দ দেয়। এটা ছিল খুবই নির্মল সুখ। আমার স্কুলজীবনের বন্ধুরা আমার দেখা সবচেয়ে ভালো বন্ধু তবে আমার আরও অনেক বন্ধু আছে। বন্ধুদের সাথে আমি অবসর সময় উপভোগ করতে পছন্দ করি। আমরা মাঝেমধ্যেই রিফ্রেশমেন্টের জন্য যে কোনও দর্শনীয় জায়গায় ঘুরতে যাই এবং ভাল সময় গুলোকে ক্যামেরাবন্দী করে রাখি।
বাংলাদেশে অনেক দর্শনীয় স্থান রয়েছে। পৃথিবীর অন্যতম বিশাল সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত। এছাড়াও কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন এর দেখা মেলে যার সাহায্যে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা খুলনা। পৃথিবীর অন্যতম বিশাল ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন, আমার জেলার অবস্থিত। এছাড়াও গলদা চিংড়ি, নারিকেল, সন্দেশ, পাটি বোনার ক্ষেত্রে খুলনা বিখ্যাত।বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান এর বাড়িও খুলনা বিভাগ। আমি বেড়াতে এবং নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে খুব পছন্দ করি।আমার প্রিয় খাবারের মধ্যে আছে চিকেন ফ্রাই, কেক, চকোলেট, মৌসুমি ফল, চায়নিজ, স্যুপ ইত্যাদি। এছাড়াও আমার মায়ের হাতের সব খাবার আমার প্রিয় । ভ্রমণ আমার শখ। সমুদ্রের বিশালতা আমাকে খুব আকর্ষণ করে।সেখানে গেলে আমার মন সতেজ এবং শান্ত হয়।
আমার বাড়ির সামনে আমি বাগান করে থাকি। ফল এবং ফুল গাছ সেখানে প্রাধান্য পায়। আমি সারা পৃথিবী ঘুরতে চাই। সবচেয়ে কাশ্মীরই আমার প্রথম পছন্দ। একে বলা হয় পৃথিবীর স্বর্গ। আমিওসুইজারল্যান্ডও যেতে চাই। আমি এখানে স্কেটিং করতে চাই। আমাদের পাশের দেশ ভারতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড এবং সামাজিক কাজ করতে ভালোবাসি।
এটাই ছিলো আমার সম্পর্কে কিছু কথা। আশা করি সবাই উপভোগ করবেন।
আমার এচিভমেন্ট ওয়ান এর লিংক -
https://steemit.com/hive-172186/@liya21/this-is-my-achievement-1-liya21
Hi, @liya21
Our team members will soon check for your introduction. Meanwhile, make sure that your introduction post covers these points.
Verification Picture:
Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username
for more information join us on Discord
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit