আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদী হাসান। আসা করছি আল্লাহর রহমতে বিউিট অফ ক্রিয়েটিভি সকলে ভালে আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি ফুলের চারা রোপণ থেকে শুরু করে ফুল হওয়া পর্যন্ত বিস্তারিত বলবো এবং কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করি সবার কাছে ভালোলাগবে। আমি এমন একটা ফুল সম্পর্কে বলতে চাচ্ছি যে ফুল টা আমাদের দেশের প্রায় বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। গ্রাম থেকে শহর প্রতি টা বাড়িতে এই ফুলের দেখা মেলে। সেটি হলো গোলাপ ফুল।
(Click: redmi 8 phone )
গোলাপ শব্দটি পুরাতন ফারসি একটি শব্দ থেকে নেওয়া। গোলাপ বহুবর্ষজীবী ফুলের গাছ। এটি বহু বছর বেঁচে থাকে। এটির তিনশত বা তার ও বেশি প্রজাতি রয়েছে। এই প্রজাতির মধ্যে আবার কয়েক হাজার জাত রয়েছে। এটির ডালপালা গুলো শক্ত হয়ে খাড়া ভাবে উপরে দিকে ওঠে। গোলাপ ফুল গাছের প্রায় ডাল গুলো কাটাঁ সজ্জিত থাকে। এই কাটাঁগুলোর জন্য গোলাপ ফুল বেশি সুন্দর হয়।
গোলাপ ফুল সাধারণত সাদা, হলদে এবং লাল রঙের হয়ে থাকে। আকারে বড় এবং শোভাকর হয়।
আমাদের দেশে অনেক জাতের গোলাপ আছে। এর মধ্যে ব্যবসা করার জন্য বেশির ভাগ মিরান্ডি, পাপা মেলান্ড,ডাবল ডিলাইট, তাজমহল,টাটা সেন্টার, প্যারাডাইস ইত্যাদি জাত রোপন করে। আমাদের দেশে চারা গুলে রোপণ করার উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারী মাস পযন্ত। আমাদের দেশে গোলাপ গাছের চারা সাধারণত কলম কেটে তৈরী করা হয়। এছাড়াও উন্নত জাতের বীজ ও পাওয়া যায়।
(Click: redmi 8 phone )
কলম দুই ভাবে করা হয়,
১.গুটি কলম
২. চোখ কলম
১ গুটি কলম হলো ঃ গাছের সতেজ, সবল এবং লম্বা ডালের কিনারা থেকে আনুমানিক ৫ সে.মি ব্যাস নিয়ে ধারালো ছুরি দিয়ে গাছের বাকল তুলে ফেলতে হবে। তারপর সেখানে গোবর সার, ইউরিয়া সার, টি এস পি সার কাদার সাথে মিশিয়ে কাই বানাতে হবে। বাকল তুলা জায়গায় কাই করা মাটি (প্রয়োজন মত) দিয়ে ছেঁড়া কাপড় দিয়ে বেধে দিতে হবে। তবে লক্ষ রাখতে হবে মাটি সবসময় যেনো ভেজা থাকে।
চোখ কলমঃ এটি দেশী জংলী জাতের গোলাপ গাছের সাথে উন্নত জাতের গোলাপ গাছের কুঁড়ি বা চোখ লাগিয়ে তৈরি করা হয়। আমাদের দেশে এই পদ্ধতি বেশি করা হয়।
গোলাপ গাছ রোপণ করার জন্য দোআঁশ মাটি সবচেয়ে ভালো। চারা লাগানোর পর ২ থেকে তিন বার পানি দিতে হবে। তবে বাসা বাড়িতে টবে রোপণ করলে প্রয়োজন অনুযায়ী পানি দিতে হবে। ১৫ দিন থেকে ১ মাস পরপর সার দিতে হবে।
গাছ উপযুক্ত আকার হলে মৃত ও রোপণ করা ডাল কেটে দিতে হবে। প্রতিটি ডালে ফুল আসার জন্য এবং রোদ পাবার জন্য গাছের অপ্রয়োজনীয় ডালপালা ছাটাই করতে হবে।
গাছ গুলোকে পোকার আক্রমণ থেকে রক্ষা করতে হবে। রোগের লক্ষণ বুঝে প্রতিকার করতে হবে।
তবেই সুস্থ সবল গোলাপ ফুল পাওয়া যাবে। যেটা অনেক সৌন্দর্য বৃদ্ধি করে।
(Click: redmi 8 phone)
(Click: redmi 8 phone)
(Click: redmi 8 phone)
(Click: redmi 8 phone)
(Click: redmi 8 phone)
(Click: redmi 8 phone)
(Click: redmi 8 phone)
(Click: redmi 8 phone)
আমি আশা করছি ,আমার এই পোস্ট এবং ফটোগ্রাফি সবার কাছে ভালোলাগবে। আপনাদের সাহায্য এবং সাপোর্ট আমাকে অনুপ্রেরণা দিবে। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি।
ধন্যবাদ বিউটি অফ ক্রিয়েটিভি কমিউনিটি কে,
শুভেচ্ছান্তে,
@mahedi650
You have taken some splendid shots of roses. Thnx for sharing with us.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Curated by - @tocho2
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@steemcurator09 Thank you very much for upvoting me.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit