স্তব্ধ রাত্রির প্রেমিকা

in hive-144064 •  3 years ago 

কেমন আছেন বন্ধুরা আশা করি ভাল, আমি ও ভাল আছি,সবার জন্য শুভ কামনা জানিয়ে আজকে আমার কবিতা শুরু করতে জাচ্ছি।

♣♣♣স্তব্ধ রাত্রির প্রেমিকা ♣♣♣

আজ কিছুদিন যাবত ঘুমোতে পারছিনা।
ঘুমের জন্য চোখের পাতা বুঝলেই
চোখের ভেতর ঢুকে পড়ো তুমি।
শুরু হয় সেকি এক অস্থিরতা!

চাঞ্চল্যতা সারা শরীরে,
উত্তেজনা শিরায় শিরায়।
তাই বলে এই মৃত নগরীর নির্জনতায়
আমার ঘুমহীন দুটি চোখ
কখনোই তোমার দিকে
কোন অভিযোগের তীর ছুঁড়তে পারেনি।

ছুঁড়বেইবা কিভাবে বলো?
এই কয়দিনে একের পর এক
যেই সুউচ্চ স্বপ্নের উপত্যকা সৃষ্টির নেশা
আমায় বুঁদ করেছে ,
তার লোভ যে বড্ড বেপরোয়া।

তোমার কালো চুলের নরম অন্ধকারে
আমার দুঃখের লতাগুল্ম
ভিষণ এতিম হয়ে পড়ে।
খুঁজে পায়না আমায় জড়িয়ে ধরে,
আর বেড়ে উঠার শক্তি।

তোমার হলদে পাড়ের সাদা শাড়ির মড়মড়ে শব্দে,
আমার বুকের ভেতর জেগে উঠে
শত শতাব্দীর তৃষ্ণার্থ প্রমিক।
তোমার চোখের কালোতে
ডুবে যায় আমার শরীর।

সেখানে আমি আবিষ্কার করি
অন্য এক আমিকে।
স্পষ্ট অনিশ্চয়তার মধ্যেও
সেই আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে চলে
তোমায় ভালোবাসার আয়োজন।

তবুও আমি ক্লান্ত হইনি কখনো!
মনের কোন অলিগলিতে
দাঁড়াতে পারেনি বিরক্তি।
কেবল দাঁড়িয়ে থাকে আমার, নিলজ্জ্বের মত
ভালোবাসা লোভাতুর একটি মুখচ্ছবি।

ভিখারির মত দুটি খালি হাত
শুধু উঠে আসে তোমার সামনে।
ভালোবাসার কাঙ্গাল হয়ে
একের পর এক পার করছি
কত যে নির্ঘুম রজনী।

অবশ্য তাতেও কোন দুঃখ নেই।
ঝিঁঝিঁর জলসায় গান শুনতে শুনতে
কত রাতইতো লাশের মত ঘুমিয়েছি।

কত রাতইতো দুঃস্বপ্নের পাশ কাটিয়ে
ভোরের আগেই চিৎকার করে জেগে উঠেছি।
এবার না হয় কিছু রাত
কাটুকনা তোমার সাথে,
হয়তো গল্পে, নয়তো কবিতায়,
হাত রেখে তোমার হাতে।

Translated by English you can read here:

♣♣♣ Silent night lover

I haven't been able to sleep for a while today.
If you understand the eyelids for sleep
Get into your eyes.
Seki one instability begins!

Agitation throughout the body,
Tension in the veins.
So say the solitude of this dead city
My two sleepless eyes
Never towards you
No accusation could be fired.

Tell me how to throw?
One after another in these few days
The intoxication of creating the valley of that lofty dream
I was stunned,
His greed is that badd reckless.

In the soft darkness of your black hair
Shrubs of my sorrow
Vishan became an orphan.
Can't find me hugging,
And the power to grow.

In the rumble of your yellow fringed white sari,
Woke up inside my chest
Thirsty lover of hundreds of centuries.
In the black of your eyes
My body sinks.

There I discovered
The other one is me.
Even in the midst of obvious uncertainty
That goes through the holes in my heart
Arranging love for you.

Yet I never got tired!
In any alley of the mind
Annoyed.
Just standing there, like Nilajjab
Love is a face of greed.

Two empty hands like a beggar
Just comes up in front of you.
Becoming a beggar of love
I am crossing one after another
How many sleepless nights.

Of course, there is no sorrow in that.
Listening to the music of Jhinjhin Jalsa
How many nights I slept like a corpse.

How many nights have passed by the side of nightmares
I woke up screaming before dawn.
This time it is not some night
Katukna with you,
Maybe in a story, or in a poem,
Put your hand in yours.

Thanks for visiting my post,stay safe have a good day.by @mamun-p

My verification post here:

https://steemit.com/hive-144064/@mamun-p/2uc2cw

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Make an introduction post first by holding a card and write your name on it. complete the verification process.

hi sir i comment you before, i have already done verification post.. here is my post..
https://steemit.com/hive-144064/@mamun-p/my-verification-to-beauty-of-creativity

OK, NOW YOU ARE VERIFIED