"হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ।আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। ছবি আর্ট করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তাই আমি প্রায়ই তোমাদের মাঝে আর্ট শেয়ার করে থাকি।আজকে আমি বাংলাদেশের সৌন্দর্যময় " জবা ফুল" আর্ট নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ছবিটি দেখে।
![]() |
---|
প্রয়োজনীয় উপকরণ:
ক.একটি হার্ডবোর্ড
খ.আটপেপার
গ.পেনসিল
ঘ.রাবার
ঙ. সবুজ রঙের পেন্সিল
চ. খয়েরি রঙের পেন্সিল
ছ. হলুদ রঙের পেন্সিল ও
জ. লাল রংয়ের পেন্সিল ।
![]() |
---|
(১) প্রথম ধাপ: পেন্সিল দিয়ে একটি গোল চিহ্ন এঁকে নেই।
![]() |
---|
(২) দ্বিতীয় ধাপ: তারপর পেন্সিল দিয়ে গোলটির মাঝখানে চারটি দাগ দেই।
![]() |
---|
(৩) তৃতীয় ধাপ: এরপর রাবারের সাহায্য গোলটির চারপাশে মিশিয়ে নেই ,তারপর একটি বোটা ও পাতা আঁকি ।
![]() |
---|
(৪) চতুর্থ ধাপ:সর্বশেষে এবার কালো রঙ্গের পেন্সিল, হলুদ রঙের পেন্সিল, খায়ের রঙের পেন্সিল, লাল রঙের পেন্সিল এবং সবুজ রঙ্গের পেন্সিল এর সাহায্যে ছবিটিতে ভালোভাবে রং করি। রং করা শেষ হওয়ার পরে ছবিটির উপরে আবার পেন্সিল দিয়ে হালকা ভাবে হাত ঘুরাই।আর এইভাবে আমি আমার ফুল আঁকার পদ্ধতি শেষ করি। তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। সবার প্রতি আমার দোয়া রইল। সবাইকে সালাম আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি রইল আদাব। আর হ্যাঁ পোস্টটি ভাল লাগলে অবশ্যই আপ ভোট , শেয়ার, কমেন্ট দিতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।
![]() |
---|
Device | Name |
---|---|
Android | Walton Primo H10 |
Camera | 16M Dual Camera |
Location | Bangladesh |
Short by | @mdtouhidul |
🇧🇩লেখকপরিচিতি:🇧🇩
আমি মো:তোহিদুল ইসলাম। বাংলাদেশের উত্তরবঙগ জেলা গাইবান্ধা থেকে।পেশায় সামান্য একজন অতি খুদ্র ব্লগার।চেষ্টা করছি আপনাদের সাথে প্রতিদিন কোন না কোন ক্রিয়েটিভ আর্ট নিয়ে হাজির হওয়ার।