আসসালামুআলাইকুম,আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে সরিষা ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হলাম।
আমাদের কমিউনিটিতে সবাই কম বেশি ফটোগ্রাফি নিয়ে লেখালেখি করে আর তা দেখে আমারও আজ
ফটোগ্রাফি করার ইচ্ছে হল তাই বাড়ির পাশের জমিতে সরিষা ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করেছি মাত্র। জানি না কতটুকু গ্রহণ যোগ্যতা পাবে।
শীতকালে গ্রামের মাঠে প্রকৃতিতে হলুদ গালিচা। যেদিকে চোখ যায় সেদিকে সরিষা ফুলের সৌন্দর্যে মন প্রাণ জুড়িয়ে যায়।কম বেশি সবাই প্রশংসা করেন সরিষা ফুলের হলুদ সৌন্দর্য দেখে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কোচাশহর ইউনিয়নের ধর্মা গ্রামের মোঃ মেহেদুল ইসলাম মন্ডল এর সরিষা ক্ষেতের ছবি।
সরিষা ফুলের মধু স্বাস্থ্য সুরক্ষায় ভরপুর। চিকিৎসকরা বলেছেন সরিষা ফুলের সাদা মধুতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ নামক দুই ধরনের সুগার থাকে। এছাড়াও সুক্রোজ ও মাল্টোজও খুব অল্প পরিমাণে রয়েছে। মধুর সরকরার ঘনত্ব এত বেশি যে এর মধ্যে কোন জীবাণুএক ঘন্টা ওবাঁচতে পারে না। সব বয়সের মানুষ সরিষা ফুলের মধু খেতে পারেন। এতে কোনো ক্ষতি নেই। আর সরিষা ফুলের মধুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি। এই মধু একেবারেই কোলেস্টেরল মুক্ত। বিশেষ করে মধু রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধ, হার্ট শক্তিশালী, কোষ্ঠকাঠিন্য ও অনিদ্রা দূর করে। শারীরিক দুর্বলতা দূরসহ পাকস্থলী সুস্থ রাখে।
আজ আর নয়। কাছের এবং প্রিয়তম নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
Your mustard flower discussion has been fantastic. You have very nicely and skillfully presented the flower discussion among us. Thank you very much.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit