'বিসমিললাহির রাহমানির রাহিম'
🤚হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম/আদাব।আশা করি তোমরা সবাই ভালো আছো । তোমাদের দোয়ায় আমিও ভালো আছি।সত্যি কথা বলতে পারিবারিক, চাকরি-বাকরি ইত্যাদি কারণে দুই চারদিন পোস্ট করতে পারিনি সকলের কাছে খমা চেয়ে নিচ্ছি!যদিও আমি আপনাদের মাঝে বরাবরই ছবি পোস্ট করে থাকি।তবে আজ কিন্তু তার উল্টো। তাই আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি।
পৃথিবীতে নানা পেশার মানুষ বসবাস করে।কেউ বা মাঠে- ঘাটে আবার কেউ বা অফিস আদালতে। আর আমি করি হাটে-বাজারে। অর্থাৎ মাকেটিং এর কাজ।আমাদের কোম্পানির পণ্যের অডার নেয়ার কাজ।
যদিও এটা একটা চ্যালেংজিং পেশা। কারণ পৃথিবীতে একি পণ্যের বহু কোম্পানি আছে। আবার বহু সেলসম্যানও আছে।প্রতিটি কোম্পানির বিক্রয়প্রতিনিধির মাসিক টার্গেট থাকে।
এটা পূরণ হলে বসদের কাছে ভাল।আর না হলে তো বুঝতেই পাচ্ছেন।তো যাই হোক আমার কোম্পানি আমাকে মাসিক টার্গেট ৬০০০০০/-টাকা দিয়েছে। আর আমি এ পরযন্ত ২০০০০০/-টাকা করেছি।অথচ যেখানে আমার ৩০০০০০/-টাকা করার কথা ছিল।বরাবরই টিম লিডার বলে আসছেন এ মাসই আমার শেষ যদি নাকি টাগেট করতে না পারি।
আসলেকি প্রতিটি কোম্পানির বসরাই এরকম।তাই আমার মনে হয় এরকম ভয় ভীতি না দেখিয়ে উৎসাহ উদদীপনা দিয়ে মাসিক টার্গেট করে নেয়া উচিৎ। আজ তাহলে এটুকুই। সবাই ভালো, সুস্থ ও সুন্দর থাকবে এ প্রত্যাশায় এখানেই বিদায়।
😐পোস্টটি ভিজিট করার জন্য ধন্যবাদ।
 |
---|
লেখক পরিচিতি 🇧🇩:-
মো:তোহিদুল ইসলাম।বাংলাদেশের উত্তরবঙ্গ জেলা গাইবান্ধা থেকে সামান্য একজন মুক্তমনা ব্লগার। ছবি আর্ট করতে আমার ভালো লাগে তাই চেষ্টা করি কোয়ালিটিপুণ্য ছবি আর্ট করার।
https://x.com/PrinceMaha50611/status/1870079522198172143?t=-WbI1PZ7kKJho5cyku1IlQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit