🎤হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আদাব বা নমস্কার। আশা করি তোমরা সকলেই মহান আল্লাহর অশেষ কৃপায় ভাল আছ।আমিও তোমাদের দোয়ায় মহান আল্লাহর অশেষ কৃপায় ভাল আছি। আজ আমি তোমাদের মাঝে একটি জনপ্রিয় ''Sports 'শেয়ার করব।ভাল লাগলে তোমরা আমাকে আপভোট,কমেন্ট, শেয়ার করতে ভুলবেনা কিন্তু! আর তাই বকবক না করে চলো তাহলে এবার শুরু করা যাক!📝
তো বন্ধুরা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কি খেলার দৃশ্য! এটা হল বতমান বিশ্বের একটি জনপ্রিয় খেলা। যার নাম করণ করা হয়েছে "ক্রিকেট"।🏏
১৬ শতকের শেষের দিকে ইংল্যান্ডে ক্রিকেট খেলার একটি পরিচিত ইতিহাস রয়েছে।এটি আবার আঠার শতকে দেশে একটি পরিচিত খেলা হয়ে ওঠে। ১৯ এবং ২০ শতকে বিশ্বব্যাপী বিকশিত হয়।
১৯শতকের পর থেকে আন্তজার্তিক ম্যাচ খেলা হয়ে আসছে এবং আনুষ্ঠানিক টেস্ট ক্রিকেট ম্যাচগুলিকে ১৮৭৭ সাল থেকে তারিখ হিসাবে বিবেচনা করা হয়।
দুই দলের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়ে থাকে।যেখানে প্রতিপক্ষে ১১ জন করে খেলোয়াড় থাকে।খেলাটি কমপক্ষে একটি ইনিংস নিয়ে গঠিত হয়ে থাকে।
যেখানে প্রতিটি দল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং করে থাকে।ফিল্ডিং দলে একজন করে বলার থাকে যে কিনা বল করে এবং সেই বল প্রতিপক্ষের ব্যাটসম্যান আঘাত করার চেষ্টা করে।আঘাতকৃত বলটি কখনও ১,২,৩,৪,৫,ও৬ রানের হয়ে থাকে।
আবার কখনো স্ট্যাম্পে লাগলে আউট হয়ে যায়।যে দল বেশি রান করে সে দল জয়ী হয়।আর এ ভাবেই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়ে থাকে।
পরিশেষে বলব,"ক্রিয়াই শক্তি,ক্রিয়াই বল"!
ডিভাইস | নাম |
---|---|
Walton | Primo H10 |
Camera | 16M Dual Camera |
Location | Bangladesh |
Posted by | @mdtouhidul |
লেখক পরিচিতি 🇧🇩:-
মো:তোহিদুল ইসলাম।বাংলাদেশের উত্তরবঙ্গ জেলা গাইবান্ধা থেকে সামান্য একজন মুক্তমনা ব্লগার।ব্লগ লিখতে ভাল লাগে তাই চেষ্টা করি কোয়ালিটিপূণ্য ব্লগ লিখতে।