শেখ রাসেল শিশু পার্ক, লালমনিরহাট এর কিছু ফটোগ্রাফি|| 10% beneficiary @beautycreativity

in hive-144064 •  2 years ago 

আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আমি গিয়েছিলাম লালমনিরহাট জেলার শেখ রাসেল শিশু পার্ক। এটি লালমনিরহাট জেলা পরিষদের সামনে অবস্থিত ।শিশুদের বিনোদনের জন্য একটি অন্যতম স্থান।
WhatsApp Image 2022-10-25 at 1.48.39 AM.jpeg

মূলত হারাগাছ থেকে কাউনিয়ার দূরত্ব ১০ কিলোমিটার। প্রথমে আমি অটো রিস্কা করে কাউনিয়ার যাই। কাউনিয়ায় যেতে আমার ৩০ মিনিট লেগেছে। সেখান থেকে আমি সরাসরি লালমনিরহাট জেলার উদ্দেশ্যে অটোরিকশায় করে রওনা দেই। ২৫মিনিট পর আমি লালমনিরহাট জেলার প্রাণকেন্দ্রে উপস্থিত হই।সেখান থেকে খানিকটা দূরে জেলা পরিষদের সামনে শেখ রাসেল শিশুপার্ক বিদ্যমান রয়েছে। পার্কটি ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লালমনিরহাট জেলাবাসীর অনেক প্রত্যাশিত রাসেল শিশু উদ্বোধন হয়।
WhatsApp Image 2022-10-25 at 1.48.38 AM.jpeg

এখানে টিকিটের দাম হল ১০ টাকা।এখানে ঢোকার পর আমার মনটা উৎফুল্ল হয়ে উঠেছিল কারণ এখানকার পরিবেশ এবং বিনোদনের সরঞ্জামগুলো আমাকে খুব আনন্দ দিয়েছিলো।
তাই আমি আপনাদের মাঝে এই আনন্দঘন পরিবেশের কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম।আশাকরি সবার এই ফটোগ্রাফি গুলো ভাল লাগবে এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি পরবর্তীতে আরও আরো ভালো কিছু শেয়ার করতে পারি।
আপনারা সবাই ভাল থাকবেন।
WhatsApp Image 2022-10-25 at 1.48.37 AM.jpeg

WhatsApp Image 2022-10-25 at 1.48.34 AM.jpeg

WhatsApp Image 2022-10-25 at 1.48.27 AM.jpeg

WhatsApp Image 2022-10-25 at 1.48.08 AM.jpeg

WhatsApp Image 2022-10-25 at 1.48.12 AM.jpeg

WhatsApp Image 2022-10-25 at 1.48.17 AM.jpeg

WhatsApp Image 2022-10-25 at 1.48.21 AM.jpeg

WhatsApp Image 2022-10-25 at 1.48.31 AM.jpeg

WhatsApp Image 2022-10-25 at 1.48.32 AM.jpeg

WhatsApp Image 2022-10-25 at 1.48.35 AM.jpeg

Untitled (712 × 430 px) (2).jpg

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।

অনেক ধন্যবাদ আপনাকে