আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন্। আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
আজ আমি এসেছি রংপুর এর ঐতিহ্য বাহি শত বছরের পুরোনা চিকলির বিল।
মুলত একসময় এই বিলটি ব্যবহৃত হতো সি প্লেনের ল্যান্ডিং স্টেশন হিসাবে। শীত কালে নানা ধরনের অতিথি পাখির কলকাকলিতে ভরে যায়।
রংপুরের হনুমানতলায় অবস্থিত্ এই চিকলির বিলের পাশে গড়ে উঠেছে দর্শনীয় চিকলি ওয়াটার ও গার্ডেন পার্ক।
এটি বর্তমানে খুব জনপ্রিয়তা একটি স্থান । আমি রংপুর পুলিশলাইন স্কুল সড়ক দিয়ে হনুমানতলা হয়ে চিকলির পার্ক এসে পেীছাই।
চিকলির বিল দু’ভাগে বিভক্ত। বিলের দক্ষিণে ওয়াটার পার্ক প্রবেশ মূল্য ২০ টাকা। সেখানে আছে বিভিন্ন ওয়াটার রাইড। আর বিলের উত্তর পাশে চিকলি ওয়াটার গার্ডেন। যার বতর্মান প্রবেশ মূল্য ৩০ টাকা।
এই পার্কে আছে রিসোর্ট, ৫টি সিটিং এরিয়ার রেস্টুরেন্ট, আর্টিফিশিয়াল ওয়াটার ফলস, টয় ট্রেন ও বিশালাকার চরকি ইত্যাদি।
এখানকার মুল আকর্ষন হলো কৃত্রিম ঝরনা । এখানকার পরিবেশ আমাকে খুবই মুগ্ধ করেছে । তাই আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম । আশাকরি সবার ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Wonderful shots. Thank you for sharing these stunning clicks.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit