Boc-photography post || বৃষ্টি ভেজা প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি

in hive-144064 •  3 months ago 

আসসালামু আলাইকুম,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি। তবে বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করি। কারণ ফুল আমার খুবই পছন্দ এবং ফুলের ফটোগ্রাফি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করে থাকি। যেমন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে।


যাইহোক আজকে আমি বৃষ্টি ভেজা প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করবো। বৃষ্টি ভেজা অবস্থায় প্রকৃতির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। সবুজ গাছপালা গুলো একেবারে সতেজ এবং আরও সবুজ হয়ে যায়। তখন দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। এই ফটোগ্রাফি গুলোর মধ্যে দুটি ফটোগ্রাফি আমি রাঙ্গামাটি যাওয়ার সময়, রাঙ্গামাটির একেবারে কাছাকাছি জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। তাছাড়া বাকি তিনটি ফটোগ্রাফি আমি আমাদের নারায়ণগঞ্জ থেকেই ক্যাপচার করেছিলাম। তবে মজার ব্যাপার হচ্ছে সবগুলো ফটোগ্রাফি আমি গাড়ির ভিতরে থেকে ক্যাপচার করেছি। অর্থাৎ গাড়ি তখন কিছুটা স্লো ছিলো। সেজন্য ফটোগ্রাফি গুলো কিছুটা ঘোলাটে লাগছে, অর্থাৎ একেবারে ক্লিয়ার না। আমি সাধারণত একেবারে ক্লিয়ার ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করে থাকি। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



20240915_111002.jpg

20240915_110902.jpg

20240915_110934.jpg

Notes_240917_122045_25a.jpg

Notes_240917_122047_54c.jpg



বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।



পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ১৭.৯.২০২৪
লোকেশনবাংলাদেশ

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WDkeV9VyKBz5Bu3NZTo6vZivF5GUXJBEVLvBH1h3HsRp1ZYBsgUduPRLsLxWoNr15NqncwBEzBXsA5gPUpmsDpJ3Y7iDzDwkX29vM8L118KhYA6wDtFvUUXxVSorX63jpdcQpgoYDtf9x3DN8TKARQ7.png

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWAXVXAZqzQtAZipx7CtkfZzdpUxEJ1PJv9XRgcSbyKhnceiV9MC2a1oftwqFQfLVLbeGV9wkQrcRRsSN2jJoTnZamny3zYkwoAX2RHdAxsqDJr66wgDzN8mMaXCLV4Xath8pT4DXNX4TcK9xP7UR2uKj.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই, আপনার শেয়ার করা এই বৃষ্টি ভেজা প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। অনেক ভালো লাগলো এই দৃশ্য গুলো দেখে।

এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।