Boc-photography post || বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম থেকে তোলা কিছু ফটোগ্রাফি

in hive-144064 •  4 months ago 

আসসালামু আলাইকুম,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি। তবে বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করি। কারণ ফুল আমার খুবই পছন্দ এবং ফুলের ফটোগ্রাফি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করে থাকি। যেমন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। যাইহোক কয়েকদিন আগে আমি আপনাদের সাথে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম থেকে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম এবং আজকে আরও কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আসলে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে বাংলাদেশ সামরিক বাহিনীর বিভিন্ন ধরনের অস্ত্র এবং অনেক সাফল্য ও অর্জনের নিদর্শন রয়েছে। এগুলো দেখলে অনেক কিছু জানা যায়। আসলে জাদুঘরে ঘুরাঘুরি করার মজাই আলাদা। কারণ অদেখা অনেক কিছুই দেখার সুযোগ হয়। তাছাড়া জাদুঘরে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী জিনিসপত্র দেখা যায়। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



Notes_240826_162658_6ad.jpg

Notes_240826_162702_4d5.jpg

Notes_240826_162656_0c3.jpg

Notes_240826_162647_608.jpg

Notes_240826_162703_1e5.jpg

Notes_240826_162706_9f0.jpg



বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।



পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ২৬.৮.২০২৪
লোকেশনবিজয় স্মরণি,ঢাকা,বাংলাদেশ

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WDkeV9VyKBz5Bu3NZTo6vZivF5GUXJBEVLvBH1h3HsRp1ZYBsgUduPRLsLxWoNr15NqncwBEzBXsA5gPUpmsDpJ3Y7iDzDwkX29vM8L118KhYA6wDtFvUUXxVSorX63jpdcQpgoYDtf9x3DN8TKARQ7.png

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWAXVXAZqzQtAZipx7CtkfZzdpUxEJ1PJv9XRgcSbyKhnceiV9MC2a1oftwqFQfLVLbeGV9wkQrcRRsSN2jJoTnZamny3zYkwoAX2RHdAxsqDJr66wgDzN8mMaXCLV4Xath8pT4DXNX4TcK9xP7UR2uKj.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

I am in awe of this self-made photograph of yours. The work of photography is so poignant that it cannot be explained. Thank you so much for sharing these beautiful photographs

Your compliments really inspired me bro. Keep supporting me like this. Thank you so much.