Boc-photography post || নবীগঞ্জ ঘাট থেকে তোলা কিছু ফটোগ্রাফি

in hive-144064 •  3 months ago 

আসসালামু আলাইকুম,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি। তবে বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করি। কারণ ফুল আমার খুবই পছন্দ এবং ফুলের ফটোগ্রাফি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করে থাকি। যেমন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। যাইহোক আজকে আমি নবীগঞ্জ ঘাট থেকে তোলা কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ফটোগ্রাফি গুলো আমি কয়েকদিন আগে ক্যাপচার করেছিলাম। আসলে আমি একটু প্রয়োজনে শীতলক্ষ্যা নদী পার হচ্ছিলাম,ঠিক তখনই ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছিলাম। শীতলক্ষ্যা নদীর পানি এখন বেশ ভালোই পরিষ্কার। কিন্তু কিছুদিন পরেই দেখা যাবে নদীর পানি একেবারে কালো হয়ে যাবে অর্থাৎ দূষিত পানির গন্ধে নদীর সামনেই যেতে ইচ্ছে করবে না। তবে এখন নদীতে ঘুরতেও খুব ভালো লাগে। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



20241022_200256.jpg

20241022_200227.jpg

20241022_200338.jpg

20241022_200349.jpg

20241022_200421.jpg



বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।



পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ২২.১০.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WDkeV9VyKBz5Bu3NZTo6vZivF5GUXJBEVLvBH1h3HsRp1ZYBsgUduPRLsLxWoNr15NqncwBEzBXsA5gPUpmsDpJ3Y7iDzDwkX29vM8L118KhYA6wDtFvUUXxVSorX63jpdcQpgoYDtf9x3DN8TKARQ7.png

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWAXVXAZqzQtAZipx7CtkfZzdpUxEJ1PJv9XRgcSbyKhnceiV9MC2a1oftwqFQfLVLbeGV9wkQrcRRsSN2jJoTnZamny3zYkwoAX2RHdAxsqDJr66wgDzN8mMaXCLV4Xath8pT4DXNX4TcK9xP7UR2uKj.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নবীগঞ্জ ঘাটের তো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ দুর্দান্ত সব ফটোগ্রাফি গুলি শেয়ার করার জন্য।

ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন, জেনে খুব ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ।