আচ্ছালামুয়ালাইকুম
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পর্বটি লেখা শুরু করলাম।।
আশাকরি সবাই ভাল আছেন।
আমিও ভাল থেকে, এই পোস্ট লিখছি।
আমার আজকের ফটোগ্রাফি বিষয় -
বিছা পোকা সুয়ো পোকা
আমাদের এলাকায় এই ধরনের পোকা গুলোকে আচা পোকা বলে। এরা চিকন ও ছোট-বড় লোমশ হয়ে থাকে।
সারা পৃথিবীতে এদের বিচরন দেখা যায়। পৃথিবীতে এ ই গোত্রের অনেক প্রজাতি রয়েছে।
রঙ,আকার ও আকৃতি বিবেচনায় আনা হলে। সকল প্রকার রঙে এদেরকে দেখতে পাওয়া যায়। যেমন লাল,সাদা, কালো বাদামি, হলুদ ও মিশ্র রঙের।
রংয়ের যেমন শেষ নাই, তেমনি এদের আকারের কোন শেষ নাই।
শুয়ো পোকার গায়ে শুঙ্গা আছে বলেই হয়ত এমন নাম হয়েছে।
শুঙ্গা গুলো দেখতে নরম মত হলেও, তীক্ষ্ণতা অনেক বেশি ।
মানুষের শরীরে এরা সাধারণত উঠতে চায়না। তবে কোন কারনে শরিরের সংস্পর্শে আসলে, সুয়ো গুলো ত্বকে বিন্ধে যায় ও জালা করে।
এরা পাতায় পাতায় চলে ফিরে নিজের খাদ্য সংগ্রহ করে থাকে।
কিছু কিছু পোকামাকড় ফসল বান্ধব হলেও, অধিকাংশই কৃষকের ব্যপক ক্ষতি করে থাকে।
সুয়ো পোকা এমনই একধরনের পোকা যা কৃষকের যে কোন ফসলের ক্ষতি করতে পারে। তিলগাছে এরা সবচেয়ে বেশি বেশি আক্রমণ করে থাকে।
_কোন কোন জাতের শুয়ো বা বিছা পোকা, ক্ষেত ও গাছপালায় দল বেধে আক্রমণ করে।
দল বেধে আক্রমণের সময়, কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে গাছের সবুজ অংশ খেয়ে নিঃশেষ করে ফেলতে পারে।
***ছবি গুলো কয়েকদিন আগে, বাড়ির পিছনের ঝোপটায় তুলে ছিলাম । এসময় হাতের মোবাইলটা ও প্রাকৃতিক আলো কাজে লাগিয়ে ছিলাম *** ।
দেখুন ও মন্তব্য করুন
Best Regard by @mrnazrul, Bangladesh.
Device : Walton Primo-6 Max
w3w Location
https://w3w.co/induces.touchy.deducted
Your photographs are very sharp, try to focus on the object by stoping the breath. you will get more detail.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পরামর্শ আমার এগিয়ে যাওয়ার পাথেয় হোক, এটাই আমার আকাংখা। আপনার পরামর্শ সবসময় আমার কাম্য। আপনাকে সবসময় স্বাগতম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit