আচ্ছালামুয়ালাইকুম
সবাইকে কে মধ্য রাতের শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পোস্ট লেখার চেষ্টা করছি।
আশাকরি বন্ধুরা সবাই আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন ।
আমিও ভাল আছি।
ছবিতে প্রদর্শিত পোকা গুলোকে আমাদের এলাকায় 'পোকা'ই বলে ডাকে। একরকম দেখতে, লাল- সাদা, কাল,নীল সবুজ যে রঙেরই হোকনা কেন? সবগুলোকেই পোকাই বলে।
কদাচিত কেউ কেউ নামের সামনে একটা বিশেষন লাগিয়ে ডেকে থাকে। যথা, লাল,কালো, সবুজ, নীল, চকরা ইত্যাদি ইত্যাদি।
অর্থাৎ, লাল পোকা, বড় পোকা এই ভাবে আর কি।
বই-পুস্তকের, ভাষায় এসব পোকাকে রত্ন পোকা বা Jewel Bug বলে পরিচয় পাওয়া যায়।
বাড়ির আশেপাশের ছোট ছোট ঝাউ-ঝোপে এদের কে বেশি ঘুরাফেরা করতে দেখা যায়। এদের চলন বিশ্লেষণ করলে বুঝা যায় যে এরা বেশি উপরে উড়ে উঠতে বা উপরে থাকতে পছন্দ করেনা।
এসব পোকা নানান ধরনের রঙের সাথে উজ্জ্বল থেকে অতি-উজ্জ্বল হয়ে থাকে। এই উজ্বলতার কারনেই হয়ত এদেরকে রত্নের সাথে তুলনা করে এমন নাম দেওয়া হয়েছে।
এরা গাছ সহ লতা পাতার রস খেয়ে জীবন ধারন করে থাকে।
এদের কোন কোন জাত, দুর্গন্ধময় পরিবেশের সৃস্টি করতে পারে।
ছবি গুলো কয়েকদিন আগে মোবাইল ক্যামেরায় ধারণ করেছিলাম। এখন আপনাদের সাথে ভাগাভাগি করছি