📱 Jewel bug

in hive-144064 •  3 years ago 

আচ্ছালামুয়ালাইকুম

সবাইকে কে মধ্য রাতের শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পোস্ট লেখার চেষ্টা করছি।
আশাকরি বন্ধুরা সবাই আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন ।
আমিও ভাল আছি

IMG_20210707_125922-01.jpeg

ছবিতে প্রদর্শিত পোকা গুলোকে আমাদের এলাকায় 'পোকা'ই বলে ডাকে। একরকম দেখতে, লাল- সাদা, কাল,নীল সবুজ যে রঙেরই হোকনা কেন? সবগুলোকেই পোকাই বলে

IMG_20210707_125738-01.jpeg

কদাচিত কেউ কেউ নামের সামনে একটা বিশেষন লাগিয়ে ডেকে থাকে। যথা, লাল,কালো, সবুজ, নীল, চকরা ইত্যাদি ইত্যাদি

অর্থাৎ, লাল পোকা, বড় পোকা এই ভাবে আর কি।
বই-পুস্তকের, ভাষায় এসব পোকাকে রত্ন পোকা বা Jewel Bug বলে পরিচয় পাওয়া যায়

IMG_20210707_125915-01.jpeg

বাড়ির আশেপাশের ছোট ছোট ঝাউ-ঝোপে এদের কে বেশি ঘুরাফেরা করতে দেখা যায়। এদের চলন বিশ্লেষণ করলে বুঝা যায় যে এরা বেশি উপরে উড়ে উঠতে বা উপরে থাকতে পছন্দ করেনা

এসব পোকা নানান ধরনের রঙের সাথে উজ্জ্বল থেকে অতি-উজ্জ্বল হয়ে থাকে। এই উজ্বলতার কারনেই হয়ত এদেরকে রত্নের সাথে তুলনা করে এমন নাম দেওয়া হয়েছে

এরা গাছ সহ লতা পাতার রস খেয়ে জীবন ধারন করে থাকে

IMG_20210707_125743-01.jpeg

এদের কোন কোন জাত, দুর্গন্ধময় পরিবেশের সৃস্টি করতে পারে

ছবি গুলো কয়েকদিন আগে মোবাইল ক্যামেরায় ধারণ করেছিলাম। এখন আপনাদের সাথে ভাগাভাগি করছি

উপভোগ করুন।

IMG_20210707_125719-01.jpeg

IMG_20210707_125647-01.jpeg

Best Regard By @mrnazrul, Bangladesh.

Device, Walton Primo-6 Max

3W3 Location

https://w3w.co/induces.touchy.deducted

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!