Photography of Zephyranthes Minuta/রসুন ফুল

in hive-144064 •  3 years ago 

PicsArt_07-12-04.49.40.jpg

আচ্ছালামুয়ালাইকুম

সবাইকে বৈকালিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার লেখা, আরেকটি পর্ব প্রকাশ করছি

আশাকরি সবাই ভাল আছেন।
আমিও ভাল থেকে, এই পোষ্টটি লেখছি

এটি ছোট ছোট জাতের সুন্দরী ফুল গুলোর অন্যতম একটি ফুল।

জাত ঘাস ফুল হলে, আমার এলাকায় এটাকে **'রসুন ফুল **' বলে। পাতা গুলো রসুনের পাতার মত দেখতে এবং নিচে রসুনের মত গোটা হয়ে থাকে। এজন্যই হয়ত,এটাকে এনামে ডাকা হয়ে থাকে।

গোলাপি সুন্দরীর এই ছবি গুলো, কয়েকদিন আগে, এক সুন্দরী ভাবির বাড়ি থেকে তুলেছিলাম। সে সময়ের আনন্দ টুকু এখন আপনাদের সাথে ভাগাভাগি করার চেষ্টা করছি।

দেখুন, উপভোগ করুন।

PicsArt_07-12-04.53.50.jpg

PicsArt_07-12-04.52.37.jpg

PicsArt_07-12-04.51.40.jpg

PicsArt_07-12-04.50.48.jpg

100%Original photo/Content

আমার সাথে শেষ অবধি থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং পরবর্তী পোষ্ট দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হলো।

Best Regard :@mrnazrul, #Bangladesh

DeviceHandset
CategoryNature, Flower Photography
Photographer@mrnazrul
LocationBhendabari Rangpur Bangladesh
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Great. But I think you share the same photo several time in post.

পরামর্শের জন্য ধন্যবাদ, এখানে চারটি শুট অরিজিনাল। একটি ছবি মাত্র, ডবল (২ও৩)হয়েছে। অন্য ৩ টি একক সুট। বাকিটা আপনার পরামর্শের জন্য অপেক্ষা করছি। স্বাগতম আপনাকে

ক্রিয়েটিভ চেহারার জন্য সর্বদা বিভিন্ন কোণ থেকে ম্যাক্রো ফটোগ্রাফ নেওয়ার চেষ্টা করুন

ডিসকডে আমি আপনাকে খুজব।

অনেক ভাল পরামর্শ। স্টিমিট জীবনে এই প্রথম একটি সুপরামর্শ রিসিভ করে, আমি গর্বিত। অগ্রজদের এসব গুন অবশ্যই থাকতে হয়। স্বাগতম আপনাকে।