"Bismillah-hir-rahman-ir-rahim"
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনের মত আজকেও আমি কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। সব সময় প্রকৃতি ফুল গাছের ছবি শেয়ার করি। চলুন আজকে ব্যতিক্রমী কিছু ফটোগ্রাফি দেখা যাক।
আজকে আমি দেখাবো হাইওয়ের কিছু ফটোগ্রাফি। হাইওয়ে তে চলতে গেলে বিচিত্র জিনিস দেখা যায়। একই রাস্তায় কত রকমের গাড়ি।
এই ট্রাক তো পরক্ষণই দেখা মিলে দূরপাল্লার বাসের। আবার কখনো পিকাপ তো কখনো এম্বুলেন্স। ছোট ছোট সিএনজি, থ্রি হুইলার, মটরসাইকেল তো আছেই।
হাইওয়েতে ছুটে চলা এম্বুলেন্স গুলোতে বেশিরভাগ সময় সাইরেন বাজে। এই সুরটা খুব ই করুণ মনে হয় আমার কাছে। কানে বাজলেই কেমন অসহায় লাগে, মায়া হয়।
আমি বাসের সামনের সিটে বসে বাসের ভেতর থেকে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। সেগুলোই এখন আপনাদের দেখাবো।
কেমন লাগলো আমার আজকের ফটোগ্রাফি গুলো, অবশ্যই মিতামত জানাবেন।
Camera | Nikon D5500 |
---|---|
Category | Photography |
Photographer | @mukitsalafi |
Location | Rajshai-Dhaka highway,Bangladesh |
Nice shots on the trip thanks for sharing again.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit