হ্যালো বন্ধুরা,
সবাইকে আসসালামুয়ালাইকুম। অনেক দিন বাদে আজকে নতুন একটি ফটোগ্রাফি ব্লগ নিয়ে হাজির হলাম। নানাবিধ ব্যস্ততার কারণে ফটোগ্রাফি থেকে দূরে ছিলাম। পাশা0আশজ লেখালেখিও বন্ধ ছিল। আজকে আবারো সময় করে চলে এলাম নতুন কিছু ফটোগ্রাফি দেখাবো বলে।
আমি জার্নি করতে ভালোবাসি। বিশেষ করে সড়কপথে। আর এই সড়কপথে চলার সময় সব সময়ই চেষ্টা করি জানালার পাশে সিট নেয়ার। এতে করে জানালা দিয়ে নানাবিধ জিনিস দেখা যায়। তবে চলার সময় আমার চোখ আটকে যায় এয়াস্তার পাশের বড় বড় বিলবোর্ডে। আজকে আমি সেই বিলবোর্ডের কিছু ফটোগ্রাফি দেখাবো।
এই ফটোগ্রাফি টি করেছিলাম বগুড়া-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জে। এটি মূলত এস আলম গ্রুপের বিজ্ঞাপন ছিল।
এটি বিখ্যাত মমস নুডুলসের বিজ্ঞাপন। খুব সুন্দর না?
তো, এই ছিল আমার আজকের ফটোগ্রাফি, কেমন হয়েছে আজকের ফটোগ্রাফি গুলো, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। সামনে আরো এমন কিছু ফটোগ্রাফি নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই |
---|
Camera | Nikon D5500 |
---|---|
Category | Street Photography |
Photographer | @mukitsalafi |
Location | Sirajganj,Bangladesh |