শুভ সকালস্টিমিয়ান বন্ধুরা,
কবুতর, শান্তির প্রতীক হিসেবে কবুতর পৃথিবীব্যাপী সমাদৃত। বাংলাদেশের আবহাওয়া ও সুবিস্তৃত ফসলের ক্ষেত কবুতর পালনের জন্য অনেক বেশি উপযোগী হওয়ায় আমাদের দেশে ব্যাপক ভাবে কবুতর চাষ করা হয়ে থাকে। কবুত গৃহপালিত পাখির মধ্যে অনেক বেশি জনপ্রিয়।
শহর থেকে গ্রাম—সবখানেই তরুণ প্রজন্মের মধ্যে কবুতর পালনের শখ ক্রমশ বাড়ছে। এককালে কবুতর ছিল যোগাযোগের অপরিহার্য মাধ্যম, সংবাদ আদান-প্রদানের নির্ভরযোগ্য বাহক। যুগ বদলেছে, যুগের সাথে তাল মিলিয়ে এসেছে টেলিগ্রাফ, টেলিফোন, মোবাইল, আর সর্বশেষ ইন্টারনেট—সংবাদ আদান-প্রদানে ঘটেছে বিপ্লব। কিন্তু আধুনিক প্রযুক্তির দাপটেও কবুতরের প্রতি মানুষের ভালোবাসা এক বিন্দুও কমেনি। সহজে পালন করা যায় বলে কবুতর এখন শুধু পোষা প্রাণী নয়, অনেকের শখেরও অংশ হয়ে উঠেছে।
আমার বাসাতেও কিছু কবুতর রয়েছে। শখের বসে আমি এগুলো চাষ করি। আজকে সেই কবুতরের ফটোগ্রাফি নিয়েই সাজিয়েছি আমার এই ব্লগ। আশা করি প্রতিটি ফটোগ্রাফি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চলুন দেখে আসি আমার করা কবুতরের ফটোগ্রাফি গুলো।
শান্তির প্রতীক পায়রার ফটোগ্রাফি
তো এই ছিল আমার আজকের করা ফটোগ্রাফি? কেমন লাগলো আজকের ফটোগ্রাফি, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই |
Post Details
Camera | Nikon D5500 |
Category | Photography |
Photographer | @mukitsalafi |
Location | Dhaka, Bangladesh |
X promotional link
https://x.com/Mukit_Salafi/status/1878301264385347630?t=py75DP-moeb2OBH6DBoRsw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit