This is my 1st Introductory post @muktaseo

in hive-144064 •  2 years ago  (edited)

হ্যালো আমার প্রিয় বন্ধুরা
আশা করি সবাই ভালো আছেন এবং সৃস্টি কর্তার কৃপা আমিও ভালো আছি। আমি ঢাকা, বাংলাদেশের মুক্তা দাস। আমার বয়স ৩৫ বছর। আমি ইউটিউব থেকে স্টিমিট সর্ম্পকে জেনেছি এবং আগ্রহী হয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করেছি ।আমার আইডি হলো @muktaseo

beauty of.jpeg

আমার ছোটবেলার দিনগুলো
আমি ঢাকায় বসবাস করলেও আমার জন্মস্থান বরিশাল জেলায়। আমার বাবার নাম শ্যামল কুমার দাস। আমার মায়ের নাম শ্যাফালী রানী দাস। আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। বাবার চাকরির সুবাদে আমরা বিভিন্ন জেলায় যাতায়াত করতাম। আমার একজন বড় ভাই এবং ছোট বোন আছে। আমার শৈশব আমার বাবা-মা, ভাই-বোনদের সাথে সুখে কেটেছে
আমার শিক্ষা জীবন
আমি বেতাগী গার্লস হাই স্কুল এন্ড কলেজ থেকে এস.এস.সি পাশ করেছি। আমি বেতাগী সরকারি কলেজ থেকে এইচ.এস.সি এবং সরকারি শহীদ হাতেম আলী কলেজ, বরিশাল থেকে ড্রিগ্রী পাশ করেছি।
আমার বর্তমান জীবন
আমার স্বামীর নাম গৌতম চন্দ্র দাস। তিনি একজন সরকারি ১ম শ্রেণীর কর্মকর্তা। আমাদের একটি মেয়ে আছে। শাশুড়ি, স্বামী ও মেয়ে নিয়ে আমার ছোট্ট সংসার। আমার শাশুড়ির বয়স ৯৫ বছর। সে অনেক মজার মজার গল্প বলতে পারে। আমি আমার মায়ের গল্প শুনতে ভালোবাসি। আমার সময় কাটে ঘরের কাজ এবং আমার মেয়ের সাথে। আমি মনে করি আমার পরিবার একটি সুখী পরিবার।
IMG-20230409-WA0019.jpg
আমার শখ
সব মানুষেরই কিছু না কিছু শখ থাকে। আমার এরকম কিছু শখ আছে। আমি ছাদ বাগান করতে পছন্দ করি। আমার অবসর সময়ে , আমি গান শুনি, উপন্যাস পড়ি এবং হস্তশিল্পের কাজ করি। আমার একটা ছোট বুটিক্স আছে। আমি গাড়ি চালাতে পছন্দ করি। আমি ভ্রমণ করেতে ভালোবাসি ।
IMG_20190315_210513.jpg
কম্পিউটারে আমার দক্ষতা
ডিজাইনিং: ফটোশপ, ইলাস্ট্রেটর; Ms-অ্যাক্সেস; অফিস স্যুট: এমএস- অফিস, এমএস- এক্সেল, পাওয়ার পয়েন্ট; ডিজাইনিং: ফটোশপ, ইলাস্ট্রেটর অপারেটিং এনভায়রনমেন্ট: ডস, উইন্ডোজ 95/98/2000, উইন্ডোজ এনটি, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, টাইপিং স্পিড: বাংলা -৫৫, ইংরেজি -৭৫+
আমার দক্ষতা
ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্ট্রাগ্রাম মার্কেটিং,
কিভাবে আমি স্টিমিট সম্পর্কে জানতে পেরেছি
আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে স্টিমিটের সাথে পরিচিত হয়েছি.. আমি স্টিমিটে কাজ করতে আগ্রহী এবং একটি অ্যাকাউন্ট তৈরি করেছি।
আজ শুধু আমার প্রথম পদক্ষেপ, আমি আশা করি আপনি আমার পরিচায়ক পোস্ট উপভোগ করবেন. আমি অত্যন্ত খুশি..
বিদায় বন্ধুরা.
বাংলাদেশ থেকে
মুক্তা দাস
ধন্যবাদ সবাইকে
@muktaseo
This is my Newcomer’s Community Achievement 1 verified link :
https://steemit.com/hive-172186/@muktaseo/achievement-1-or-or-my-1st-post-in-steemit-or-or-muktaseo

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Welcome to the best Community. Keep sharing your creativity.

@fahad3728 Sir,
Thank you very much for commenting on my post . Looking forward to your valuable feedback.
Thank you.