My pencil sketch//19-04-2022//10% beneficiary to @beautycreativity

in hive-144064 •  3 years ago 

আসসালামুআলাইকুম বন্ধুরা।
আশা করি আপনারা সকলেই ভাল আছেন আমি আল্লার রহমতে অনেক ভাল আছি।
একাউন্ট ভেরিফাই হওয়ার পরে আজকে এটি আমার প্রথম পোষ্ট।

IMG_20220419_121056_685.jpg

আমি আজকে একটি পেন্সিল স্কেচ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি খুব একটা ভালো আর্ট করতে পারিনা তবুও চেষ্টা করি। কারণ মানুষ চেষ্টা করতে করতেই একসময় ভালো হয়। তাই এখনো আমি শিখছি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।



চলুন শুরু করা যাক:

উপকরণ

১.পেন্সিল
২.আর্ট পেপার
৩.রাবার
৪.শার্পনার
৫.স্কেল

ধাপ-১

প্রথমে আমি আর্টপেপার নিয়েছিলাম। এরপর পেন্সিল দিয়ে প্রথমে একটি বাড়ি একে নিয়েছিলাম।

IMG_20220415_150452_704.jpg

IMG_20220415_150941_226.jpg

ধাপ-২

বাড়ি আকানোর পরে আমি তার পাশে একটি নারকেল গাছ একে দিয়েছিলাম। নারকেল গাছ আঁকা শেষ করে বাড়ির উপরে একটি গাছের ছবি এঁকে দিয়েছিলাম।

IMG_20220415_152350_192.jpg

ধাপ-৩

গাছের ছবি আট করা শেষে আমি নদীর পাড়ে এঁকে ছিলাম।

IMG_20220419_112531_117.jpg

IMG_20220419_112832_819.jpg

ধাপ-৪

এরপর আমি বাড়ির সাইড দিয়ে কিছু পাহাড়ে এঁকে দিয়েছিলাম। পাহাড় আঁকানো শেষ করে এর মাঝে একটি আমি সূর্য এঁকেছিলাম।

ধাপ-৫

পাহাড়ের উপর দিয়ে কিছু পাখি এঁকে দিয়েছিলাম।

IMG_20220419_113320_290.jpg

ধাপ-৬

এরপর আমি নিচ দিয়ে কিছু কাজ এবং একটি নৌকায় কে দিয়েছিলাম।

IMG_20220419_113720_959.jpg

ধাপ-৭

এরপর সবকিছু আঁকানো শেষ করে আমি পেন্সিল দিয়ে ফিনিশিং দিয়েছিলাম।

IMG_20220419_115351_150.jpg

এভাবে আমি আমার পেন্সিল স্কেচ টি শেষ করেছিলাম।
সবাইকে ধন্যবাদ
@nadimmahmud

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

your pencil art is so beautiful. I like the art, I also like to do art.

Thank you so much.

I am amused to see your painting, thank you for entertaining us.
Keep the spirit, good health always.

Thanks for encouraging me like this..
I will try to lots of quality post.

Your art has been very beautiful. Thanks for sharing

Thank you so much..

as usual your painting looks good mate

Thank you so much

He drew a beautiful rural environment with a pencil. It's beautiful. I like it.

Thank you so much..for your comment.

The drawing of your village scene has been very remarkable. I was very impressed. Thank you so much for sharing with us such an amazing drawing.

Thank you so much for your comment 😊