খুব প্রিয় কাশফুলের ফটোগ্রাফি | Beauty of Creativity | by @narocky71

in hive-144064 •  3 years ago 

হ্যালো বন্ধুরা


🌹নতুন পোস্টে স্বাগতম🌹



আশা করি সবাই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক সুস্থ এবং ভাল আছি। আজ আমি সবার সাথে আমার তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আমার খুব প্রিয় কাশফুলের ফটোগ্রাফি ।। আমি আশা করি কাশফুলের ফটোগ্রাফি গুলো সবার অনেক ভাল লাগবে।

আমার খুব প্রিয় একটি ফুলের নাম হল কাশফুল। কাশফুল আমি খুব পছন্দ করি। প্রতিবছর কাশফুলের যখন সময় আসে তখন কাশফুলের বাগানে আমি অনেক সময় কাটাই। কাশফুল সাধারণত সাদা হয়ে থাকে। কাশফুল দেখতে খুব সুন্দর দেখায়। আর যখন আমি এটি স্পর্শ করি তখন যেন ওর শরীরের মধ্যে একটা সুন্দর অনুভূতি আছে। অনেকগুলো কাশফুল যখন হাতে নিয়ে রাখি তখন আমার অনেক ভালো লাগে।

আমার বাড়ির দীর্ঘ পাঁচ কিলোমিটার দূরে এই কাশ ফুলের বাগান অবস্থিত। আমি এবং আমার বড় ভাই একজন সহ এখানে গিয়েছিলাম। পুরো বিকালটা কাশ ফুলের বাগানে কাটিয়েছি। দীর্ঘসময় কাশফুলের বাগানে কাটানো অনেক গুলো স্মৃতি রয়েছে আমাদের। তার সাথে আড্ডা দেওয়ার সময়টা ছিল অসাধারণ একটি মুহূর্ত। কাশফুলের বাগানে আরো অনেক মানুষ এসেছে কাশফুল দেখার জন্য।

কাশফুলের বাগান এর পাশে ছোট একটি নদীর অবস্থিত। নদীর এক পাশ দিয়ে হেটে কাশ ফুলের বাগানে যেতে হয়। আমরা কাশফুল থেকে অনেক দূরে আমাদের মোটরসাইকেলটি রেখে বাগানে গিয়েছিলাম। দীর্ঘ অনেক সময় কাটানোর পর আমরা বাড়ি এসেছি। আমি আশা করি আজকের ফটোকপি গুলো আপনাদের সবার অনেক ভাল লাগবে।

আমি আরো আশাকরি কাশফুল আপনাদের সবার অনেক প্রিয়। ছেলেদের থেকে মেয়েদের কাশফুল সবচেয়ে প্রিয় হয়ে থাকে। বিশেষ করে আমার স্ত্রী অনেক পছন্দ করে। প্রতিবছর তাকে নিয়ে অনেক জায়গায় যাই কাশফুল দেখানোর জন্য। কিন্তু এ বছর কোথাও যাবার সময় হলো না।



꧁࿈
আমি আশা করি কাশফুলের ফটোগ্রাফি টি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করে থাকি। দূর-দূরান্তে গিয়ে আমি ফটোগ্রাফি করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শেষ করলাম।
֍


🕯️ পোস্ট বিবরণ🕯️

শ্রেণীকাশফুলের ফটোগ্রাফি
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি@𝑛𝑎𝑟𝑜𝑐𝑘𝑦71
লোকেশনফেনী, বাংলাদেশ

https://w3w.co/tumbles.argument.backer


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt19wxbmL4DWvNWZH46i2zsUe6gT5tvR7XyW953oHQg91o8HzPSwpnNk1XuzU6x6wVtBHwjwzk7DnqJSZs8S.png

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9VbeuZxhFXFLvq8FrcVBYeiMUFtYSauN1PdB8ZYbq2z9infhuUMaQ8bFLwGCfoR5wwjBzHawRdTD6jMBuPEw2ay3mxJ.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9VbeuZxhFXFLvq8FrcVBYeiMUFtYSauN1PdB8ZYbq2z9infhuUMaQ8bFLwGCfoR5wwjBzHawRdTD6jMBuPEw2ay3mxJ.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Thank you for sharing this beautiful meadow, nature always inspires us.

It was great photography of the cashful...

আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য