আমার পরিচিতি পোস্ট @nusratjahan28

in hive-144064 •  2 years ago 

আসসালামুয়ালাইকুম সবাইকে,আমার নাম নুসরাত জাহান নাবিলা। আমার বয়স ২১বছর

image.png

আমার বাবার নাম ইকবাল হোসেন এবং মায়ের নাম হাসনা হেনা। আমার একটি ছোট বোন আছে তার নাম ইসরাত জাহান হাফসা। আমি একজন ছাত্রী, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স ২য় বর্ষে পড়ি। আমি থাকি সাভার, ঢাকা, বাংলাদেশ। আমি ইউটিউব ভিডিও দেখে স্টিমেট সম্পর্কে জেনেছি। আমি তখন আগ্রহী বোধ করেছি এবং একটি অ্যাকাউন্ট তৈরি করেছি। আমার জন্ম কুষ্টিয়ায় এবং আমার পরিবারও কুষ্টিয়াতেই থাকে। আমি কুষ্টিয়ায় জন্মেছি এবং বড় হয়েছি। কলেজ শিক্ষার জন্য প্রায় আড়াই বছর রাজশাহীতে থাকতে হয়েছে। বর্তমানে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২য় বর্ষে অধ্যয়নরত। আমার পরিবার সবসময় আমাকে সমর্থন করে এবং আমার কাজে সাহায্য করে। আমি আমার বাবা-মায়ের বড় মেয়ে এবং আমার এক ভাই আছে। আমার বাবা একজন চাকরিজীবী এবং আমার মা একজন গৃহিণী। আমার পরিবার সবসময় আমার প্রথম অগ্রাধিকার এবং আমি যখন আমার পরিবারের সাথে থাকি তখন আমি আরও বেশি ভালো সময় উপভোগ করি।

image.png

একাডেমিক পড়াশোনা ছাড়াও আমি বিভিন্ন সময়ের বই যেমন উপন্যাস, কবিতা, কল্পবিজ্ঞান,গল্পের বই পড়তে ভালোবাসি। আমি সবসময় রবীন্দ্রনাথ ঠাকুর এবং হুমায়ূন আহমেদের বই পড়তে ভালোবাসি। আমি বিভূতিভূষণ বন্দপাধ্যায়ের বইও পড়েছি এবং সবচেয়ে প্রিয় বইটি হল "পথের পাঁচালি “। আমি ছবি আঁকতে এবং পেইন্টিং করতে পছন্দ করি। আমি প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি এবং সমাজের বিভিন্ন ধরণের আঁকতে চেষ্টা করি। আমি আমার অবসর সময়ে কাপড়, দেয়াল, মাটির আসবাবপত্রে বিভিন্ন ধরনের পেইন্টিং করি।

image.png

ভ্রমণ আমার প্রিয় শখ। আমি পৃথিবীর বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চাই। ভ্রমণ আমাকে নতুন জিনিস শেখার ও বিভিন্ন অভিজ্ঞতার সুযোগ করে দেয়। এটি আমাকে নতুন মানুষের সাথে দেখা করার, তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং তাদের দৃষ্টিভঙ্গি বোঝার সুযোগ করে দেয়। আমি কেনাকাটা করতে এবং নিজের ডিজাইন তৈরি করতেও পছন্দ করি। আমি রান্নাঘরে বিভিন্ন ধরনের রান্না করতে ভালোবাসি এবং বিভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। যখন আমার মন খারাপ থাকে তখন আমি সবসময় আমার পোষা বিড়ালের সাথে কথা বলার চেষ্টা করি। আমি প্রাণীকে অনেক ভালোবাসি। আমি একজন নরম মনের মানুষ। আমি সবসময় মানুষকে সুখী করার চেষ্টা করি।আমি সবচেয়ে খুশি বোধ করি যখন আমার পরিবার আমার কাজে খুশি হয়। উপসংহারে আমি এটি বলবো যে, আমি এই সদস্যের একটি অংশ হতে পেরে খুশি। এখানে আমি আমার সম্পর্কে কিছুটা বলেছি পরবর্তী সময়ে আরও বলবো।

Achievement-1 Verified Link :
https://steemit.com/hive-172186/@nusratjahan28/achievement-1-my-first-introduction-post-nusratjahan28

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@nusratjahanআপু আপনার পরিচিত মূলত পোস্ট টি খুব সুন্দর হয়েছে। সবকিছু ই খুব সুন্দর ভাবে তুলে ধরতে চেষ্টা করছে না এই পোস্ট এর মাধ্যমে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টি শেয়ার করার জন্য।

Thank u apu

Hi, @nusratjahan28
Our team members will soon check for your introduction. Meanwhile, make sure that your introduction post covers these points.

  • A detailed introduction about yourself
  • Verification Picture is valid and readable

Verification Picture:

Take a selfie while holding a page written Beauty of Creativity with the date and your Steemit username

for more information join us on Discord

Hi @nusratjahan28, You can now continue to Achievement 2 task related to basic security on Steem

Thank You

খুব ভালো লাগলো আপনার সম্পর্কে জেনে। আশা করবো স্বচ্ছতা বজায় রেখে এ প্লাটফর্মে কাজ করবেন।

আমি নিজেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুব বড় একজন ফ্যান। 🙂

Thank You so much.

Welcome to the Community. Looking forward to your creativity.

Thank You


This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @ripon0630

Thank you so much

খুব সুন্দর উপস্থাপনা. বিড়াল আমারও খুব পছন্দের প্রাণী. সেই দিক দিয়ে আপনার সাথে আমার একটা মিল রয়েছে.

Thank you

khub shundor hoyeche

Thank You

Well introducing post. You have described yourself very well. It's nice to know that you want to make people happy. Your family supports you, and you are the first priority of your family. You are a creative woman. You like animals. Excellent! You are most welcome in this world.

Thank you so much for your valuable comment.