শুধু মাত্র পেন্সিল ব্যবহার করে চায়ের কাপ অংকন।||10% beneficiaries @shy-fox. ||♥

in hive-144064 •  3 years ago 


আসসালামু আলাইকুম,


সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন? হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন ড্রইং নিয়ে। আজকে আমি শুধু মাত্র পেন্সিল ব্যবহার করে কিভাবে খুব সহজে একটা চায়ের কাপ এবং কাপ প্লেট অংকন করা যায়, সেটা দেখানোর চেষ্টটা করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।আমার পোষ্টের ১০% বেনিফিশিয়ার @shy-fox কে। চলুন শুরু করি-


IMG_20210826_174525_824.jpg

পেন্সিল ব্যবহার করে চায়ের কাপ অংকন-


উপকরণ-

১।পেপার।
২।পেন্সিল ২বি, ৬বি এবং ১০বি।



প্রথম ধাপ-

IMG_20210826_174415_062.jpg

প্রথমে আমি একটা ২বি পেন্সিল নিলাম। তারপর আমি একটা কাপ আকৃতির করে একে নিলাম। আপনারা এর সাইজটা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন।


দ্বিতীয় ধাপ-

IMG_20210826_174426_113.jpg

এরপর আমি কাপের হাতল এবং যে প্লেটের উপর কাপটা রাখা, হয়েছে সেটা অংকন করলাম।


তৃতীয় ধাপ-

IMG_20210826_174437_395.jpg

এবার আমি বাকি অংশটুকু অংকন করা শেষ করলাম। তারপর আমি, ৬বি পেন্সিল দিয়ে কাপের উপরের দিকে স্কেস করে দিলাম। আমি চেষ্টটা করেছি, যেদিকে আলো পড়েছে,সেদিকে হালকা পেন্সিলের দাগ দেওয়ার আর বাকিগুলো গাঢ় করে দিয়েছি।


চতুর্থ ধাপ-

IMG_20210826_174448_533.jpg

IMG_20210826_174512_108.jpg

এরপর আমি কাপের গায়ের অংশটুকু পেন্সিল স্কেস করে নিলাম।এর সাথে সাথে নিচের প্লেটটারও স্কেস করলাম।


পঞ্চম ধাপ-

IMG_20210826_174459_594.jpg

এরপর আমি ১০বি পেন্সিল দিয়ে সকল দাগগুলো গাঢ় করে দিলাম।


ষষ্ঠ ধাপ-

IMG_20210826_174525_824.jpg

সবার শেষে আমি পেন্সিল দিয়ে পাশে যে কাপের ছায়া পড়েছে, সেটা দেওয়ার চেষ্টটা করলাম।


এভাবেই আমি খুব সহজে শুধু মাত্র পেন্সিল ব্যবহার করে আমার আজকের চায়ের কাপটা অংকন করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভলো থাকবেন সুস্থ থাকবেন।


সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের ড্রইংটা দেখার জন্য। সবার জন্য ভলোবাসা।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Don't add the 10% beneficiary to shy-fox. at that it only support the mod. member can not receive the support in boc communitu.

okk. vaia. thanks for your information.

Nicely done! You did a good job.

There is no need to add beneficiaries. The community will make an announcement when there is a need for it. 🙂

okk dear. thank you so much for your information.