Who likes to eat PUCHKA? Today review, is chicken Puchka
I like to eat, it is very beautiful to look at. There is a small fair for us (Noakhali) here, we all went for a walk together, it was a lot of fun.
So I am sharing with you, how or what has been used to eat this chicken Fuchka. I've eaten a lot of Puchka, it seemed new and fun to me.
What ingredients are the using to make chicken mesh puchka?
The materials:
- puri or papar
- Mashed potatoes
- Chicken
- Gram pulses
- Kabli boots
- Crush the raw pepper
- Nuts
- Eggs
- Chanachur
- Grate the onion
- Chaat masala
- Tamarind pickle .....
You can make this blister by buying ready-made blister puri or papar available in the market, Ebb tide etc.
Tamarind water is used to make tamarind, chilli powder, fried cumin, salt .The chicken meat has been cooked well with different spices.
One thing is for sure, it is a recipe that is very tasty to eat. I have searched on Google, there is no view or recipe about it.
Hope everybody on this site also had a great day!God bless you.
Who want to read in bangla :
ফুসকা খেতে কে পছন্দ করেন?আজকে রিভিউ,চিকেন জাল ফুচকা। আমার খেতে দারুন লেগেছে,দেখতে ও খুব সুন্দর।ছোট একটা মেলা হচ্ছে আমাদের (নোয়াখালি)এখানেই,সবাই মিলে ঘুরতে গেলাম, খুব মজা লেগেছে। তাই আপনাদের সাথে শেয়ার করছি,এই চিকেন জাল ফুসকা খেতে কেমন বা কি ব্যবহার করা হইছে। অনেক রকমের তো ফুসকা খেয়েছি আমার কাছে এটা নতুন আর মজার মনে হইছে।
চিকেন জাল ফুসকা তৈরি করতে যে উপকরন গুলা ব্যবহার করছে?
সে উপকরণগুলোঃপুরি বা পাপড়
আলুর ভর্তা
মুরগির মাংস
ছোলার ডাল
কাবলি বুট
কাঁচা মরিচ কুঁচি
বাদাম
ডিম
চানাচুর
পেঁয়াজ কুঁচি
চাট মসলা
তেঁতুলের টক.....
বাজারে রেডিমেট ফুসকার পুরি বা পাপড় পাওয়া যাই,সে গুলো কিনে এনে এই ফুসকা তৈরি করতে পারবেন।খেতে গিয়ে বুঝতে পারলাম,আলুর ভর্তা তে ব্যবহার করা হইচে,সিদ্ধ আলু,কাচা মরিচ কুচি,শুকানো মরিচ,ধনিয়া পাতা কুচি,জিরার গুডা,পেয়াজ ভাজা,ধসুন ভাটা ইত্যাদি।
তেঁতুলের পানি তৈরি করতে ব্যবহার করা হয়েছে তেতুল,মরিচ গুড়া,ভাজা জিরা,লবন...
মুরগির মাংস কে ভিন্ন মসলা দিয়ে ভালো করে রান্না করা হইছে।তার পরে ছোট ছোট পিস করে ফুসকার ভিতরে দেয়া হয়েছে।
এক কথা দূর দান্ত একটি রেসিপি, খেতে ও খুবই সুসাদু।আমি গুগলে সাচ করে দেখেছি,এটার নিয়ে কোনো বিভিউ বা রেসিফি নেই।একদম ইউনিক একি আইটেম চিকেন জাল ফুসকা।
আশা করি সবাই একবার হলে ও খেতে টাই করবেন,আবার ও কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।
আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This is a very good dish, I want to taste it.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit