সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করব। আশা করি আপনাদের সবার আর্টটি অনেক ভালো লাগবে।
উপকরণ
আঁকার খাতা
পেন্সিল
রাবার
কলম
রং
প্রথমে আমি একটি খাতাও কলম নিলাম। তারপর কলমের সাহায্যে আমি একটি স্কেচ তৈরি করে নিলাম।
তারপর আমি নিচের কিছুটা অংশের মধ্যে নীল কালার দিয়ে কালার করে নিলাম।
এরপর বাকি অংশটুকু বেশ কিছুটার মধ্যে আমি আকাশী কালার দিয়ে কালার করে নিলাম।
তারপর আমি নিচের বাকি অংশটুকুর মধ্যে হলুদ ও টিয়া কালার দিয়ে কালার করে নিলাম ।
তারপর আমি উপরের গাছের পাতাগুলোর মধ্যে টিয়া কালার দিয়ে কালার করে নিলাম।
এরপর কমলা ও হলুদ কালার দিয়ে বাকি অংশটুকুর মধ্যে কালার করে নিলাম ।আর এভাবে আমি আজকের আর্ট করা শেষ করলাম । আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।