পোস্টার রং দিয়ে আঁকা খুব সুন্দর একটি শাপলা ফুল | 10% beautycreativity

in hive-144064 •  3 years ago 

পোস্টার রং দিয়ে আঁকা খুব সুন্দর একটি শাপলা ফুল | 10% beautycreativity

IMG20220426211902.jpg

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করব। আশা করি আপনাদের সবার আর্টটি অনেক ভালো লাগবে।

উপকরণ

আঁকার খাতা
পেন্সিল
পেইন্ট ব্রাশ
কলম
পোস্টার রং

IMG20220427080714.jpg


ধাপ ১

প্রথমে আমি একটি আর্ট খাতা নিলাম ।তারপর আমি পেন্সিল দিয়ে শাপলা ফুলের স্কেচ এঁকে নিলাম।

IMG20220426205549.jpg

ধাপ ২

তারপর আমি শাপলা ফুলের মধ্যখানে পাতায় লাল রং করে নিলাম।

IMG20220426210423.jpg

ধাপ ৩

তারপর তার দুই পাশে দুই পাতায় ও আমি লাল রং করে নিলাম।

IMG20220426210634.jpg

ধাপ ৪

তারপর একইভাবে আমি বাকি সব গুলো পাতায় লাল রং করে নিলাম।

IMG20220426211042.jpg

ধাপ ৫

তারপর আমি শাপলা ফুলের নিচের যে পাতা আছে তা তে সবুজ রং করে নিলাম।

IMG20220426211320.jpg

ধাপ ৬

তারপর শাপলা ফুলের ডাটার মধ্যে কফি কালার করে নিলাম।

IMG20220426211539.jpg

ধাপ ৭

এরপর আমি একটি কালো কলম দিয়ে শাপলা ফুলটির চারপাশে কালো করে নিলাম।

IMG20220426211816.jpg

ধাপ ৮

তারপর শাপলা ফুলের ডাঁটা ও পাতা দিও কালো কলম দিয়ে কালো করে নিলাম। আর এইভাবে আমি আমার শাপলা ফুল আঁকা শেষ করলাম। আশা করি আমার পেইন্টিং টি আপনাদের খুব ভাল লাগবে।

IMG20220426211902.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png
আশা করি আমার শাপলা ফুলের পেইন্টিং সবার অনেক ভাল লাগবে। আমি প্রতিনিয়ত নতুন নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করলা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  3 years ago (edited)

Poster has completed a beautiful flower painted with color. I like it very much. You have done it with great skill. Good luck to you. It was great

আপনি তো খুবই সুন্দর এবং সহজ ভাবে একটি পদ্মফুল অঙ্কন করেছেন পোস্টার রং দিয়ে। পদ্ম ফুলের কালার টি একদম ফুটে রয়েছে। যেন সত্তিকারের পদ্মফুল মনে হচ্ছে। দেখে খুবই ভালো লাগলো আপনার আজকের এই পদ্ম ফুল অংকন দেখে। শুভকামনা রইল আপনার জন্য।

সত্যি অনেক সুন্দর হয়েছে আপনার অঙ্কন। আমাদের সাথে আপনার অঙ্কন শেয়ার করার জন্য ধন্যবাদ।

It’s look so cute d beautiful.

such a beautiful flower painting

It is good to see that you have drawn a picture of a very beautiful water lily. Good luck

Nice post