সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আমি এখন অনেক সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট করতে শিখেছি। ডিজিটাল আর্ট করতে আমার কাছে বেশ ভালো লাগে। আমি অনেক সময় নিয়ে সুন্দরভাবে আর্ট করার চেষ্টা করি। আমি সব সময় এই শিল্পের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে চাই। সব সময় আপনাদের সাথে কিছু না কিছু শিল্প শেয়ার করব। তেমনি আজকেও নতুন একটি ডিজিটাল আর্ট করেছি। আশা করি আপনাদের সবার আর্টটি অনেক ভালো লাগবে।
উপকরণ
• ইনফিনিটি ডিজাইন অ্যাপস
প্রথমে আমি অ্যাপস এ প্রবেশ করলাম। এরপর সাদা একটা পেজ সিলেক্ট করলাম। এরপরে ব্রাশ টুলস থেকে চিকন একটা বল পেন সিলেক্ট করে আঁকা শুরু করি। তারপর আমি একটি ফুলের স্কেচ তৈরি করে নিলাম।
এরপর আমি ফুলের মাঝখানের অংশে হলুদ ও আকাশী কালার দিয়ে কিছুটা ফুলের ডিজাইনের মধ্যে কালার করে নিলাম।
তারপর আমি আকাশী লাল টিয়া গোলাপি ও বেগুনি কালার দিয়ে আমি উপরের কিছুটা ফুলের ডিজাইনে কালার করে নিলাম।
এরপর আমি হলুদ টিয়া কমলা লাল ও নীল কালার দিয়ে বাকি ফুল গুলোর মধ্যেও কালার করে নিলাম।
তারপর ব্যাকগ্রাউন্ড কালো কালার করে নিলাম । আর এইভাবে আমি আজকে আর্ট করা শেষ করলাম। আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডিজিটাল আর্ট |
---|---|
ডিভাইস | oppo cph2185 |
ফটোগ্রাফার | @ride1 |
লোকেশন | ফেনী |
https://x.com/Ride8771/status/1880607805578866846?t=3fU50MSdJlYxaebG7Yhs-A&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করেছেন। ধাপে ধাপে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit