পৃথিবীর সবথেকে আশ্চর্য জিনিসের মধ্যে মানব দেহ অন্যতম।কেননা বিজ্ঞানীদের মতে মানুষ এখন পর্যন্ত মানব দেহ সম্পর্কে শুধু ৫% রহস্য জানতে পেরেছে তার মানে এখনো মানবদেহের প্রায় ৯৫% তথ্য মানুষের অজানা।
এই ধরুন স্প্যাম স্প্যাম মানবদেহের এমন একটি উপাদান যা জমা হবার মতো কোনও জায়গা নেই স্প্যাম মুহূর্তের মধ্যে মানবদেহের বিশুদ্ধ রক্ত থেকে তৈরি ও নির্গত হয়।
খুবই আশ্চর্যের ব্যাপার হলো যে রক্ত মাংসে গড়া আমাদের এই দেহ জুড়ে ছড়িয়ে আছে এমন সব তথ্য যা শুনলে আমরা অবাক না হয়ে পারি না ।
বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করছেন মানব দেহ নিয়ে এবং এক সময় বেরিয়ে আসছে অজানা সব তথ্য দিয়ে পুরো বিশ্বকে অবাক করে দেয় ।
তাই চলুন আজকে জেনে নেয়া যাক মানবদেহের কিছু বিস্ময়কর অজানা মজার তথ্য।
কিডনিঃ
আমাদের কিডনির মধ্যে প্রতিদিন ১৮০ লিটার জলীয় পদার্থ প্রবেশ করে সেটা থেকে শতকরা ৯৯ ভাগ পানি পরিশোধিত হয়ে আবার মানুষের দেহে ব্যবহৃত হয় আর মাত্র ১ ভাগ পানি প্রস্রাবের আকারে বের হয়ে যায়।
হৃদপিণ্ডঃ
মানুষের হৃদপিণ্ড কিন্তু খুবই কার্যকর প্রতি মিনিটে এটি ৫ থেকে ৬ মিটার রক্ত পাম্প করে দেহের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয় অর্থাৎ প্রতিদিন এই যন্ত্রটি আমাদের দেহের প্রায় ৮ হাজার মিটার রক্ত পাম্প করে।
স্নায়ুতন্ত্রঃ
একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে 7 বার পেঁচানো যাবে
মস্তিষ্কঃ
আমাদের মস্তিষ্ক প্রায় ১০.০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে তাই মানুষের মস্তিষ্ক সারা পৃথিবীর সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটারের থেকে বহু গুণ শক্তিশালী ।
হাড়ঃ
আমাদের দেহের সবচেয়ে বড় হাড় হল পাঁজরের হাড় আর আমাদের শরীরের ক্ষুদ্রতম হাড় হল কানের হাড় মানুষের মাথার খুলি বিভিন্ন রকমের ২৬ টি হাড় দিয়ে তৈরি দেহ- মনে যখন অনুভুতি আসে তখন তা মস্তিষ্কে পৌঁছতে ০.১ সেকেন্ড সময় লাগে ।
লবণঃ
মানুষের শরীরের রক্তের লবণের পরিমাণ একটু সাগরে থাকা লবণের সমান।
ভাবছেন এইটা আবার কিভাবে সম্ভব আসলে মানব দেহের একটি বড় অংশই লবণ যা প্রতিনিয়ত তৈরি হতে থাকে ।
শ্বেতরক্ত কণিকাঃ
মানবদেহের রোগ প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার সংখ্যা ২৫০ কোটি এবং এরা মাত্র ১২ ঘন্টা বেঁচে থাকে অর্থাৎ শ্বেত রক্তকণিকা গুলো প্রতিনিয়ত তৈরি হচ্ছে এবং ১২ ঘণ্টার মধ্যেই তা নষ্ট হচ্ছে ।
অন্যান্যঃ
একজন মানুষের দেহে রক্তের পরিমাণ তার দেহের ওজনের ১৩ ভাগের এক ভাগ শরীরের কিডনি প্রতি ২৪ ঘণ্টায় ১৭০০ লিটার রক্ত পরিশোধিত করে একই সাথে কিডনি ২৪ ঘণ্টায় প্রায় ১৮০ লিটার মূত্র সৃষ্টি করে প্রত্যেক কিডনিতে ১০ লক্ষ নেফ্রন থাকে নেফ্রন রক্ত পরিশোধন এর জন্য কাজ করে।
কখনও কি ভেবেছেন আমাদের চোখের উপর ভ্রুতে ৫০০ টি লোম আছে ।
অবিশ্বাস্য হলেও সত্য যে আমরা যখন হাছি দেই তখন আমাদের শরীরের ভেতর সমস্ত ধরনের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবিটও থেমে যায় । চোখ খোলা রেখে মানুষ কখনোই হাঁচি দিতে পারে না কারণ এটা অসম্ভব ।
একজন মানুষের শরীরে চামড়ার পরিমাণ হচ্ছে ২০ বর্গফুট । মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে মাত্র ৭ সেকেন্ড । আমাদের চোখের একটি পাপড়ি ১৫০ দিন বেঁচে থাকে এরপর নিজ থেকেই ঝরে পড়ে । একজন মানুষ সারা জীবনে ৪০ হাজার লিটার মূত্র ত্যাগ করে।
মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে প্রায় ৭ টি বড় জাতের কেক তৈরি সম্ভব যখন মানুষ কোন কারণে লজ্জা পায় তখন দেহের পাকস্থলী ও লজ্জা পায় ফলে দেহের স্নায়ু দিক পরিবর্তনের ফলে দেহের উপর প্রভাব পড়ে একজন মানুষের শরীরে হাড় জমাট বাঁধা কংক্রিট এর চেয়ে অনেক বেশী শক্ত।
ছোট শিশুদের জন্য বসন্তকাল টা অনেক গুরুত্বপূর্ণ কারণ তারা বসন্তকালে সবচেয়ে বেশি বেড়ে ওঠে। পুরুষদের থেকে মহিলারা প্রতিদিন বেশি চুল হারায় প্রতিদিন ৪০ টার মত আর মহিলারা হারান ৭০ টার মত চুল ।
Nice to read your post. You have provided very important information about the human body. Thank you very much.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thank you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পড়ে অনেক অনেক ভালো লাগলো।
তবে আপনি এই তথ্যগুলো যেখান থেকে জানতে পেরেছেন সেখানকার উদৃতি দিলে আরো ভালো হতো। তাছাড়াও ফটোগ্রাফি গুলো source উল্লেখ করা প্রয়োজন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thank you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
It was very good that we also learned a lot
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit