দোয়েলকে কেন বাংলাদেশের জাতীয় পাখি বলা হয়?

in hive-144064 •  3 years ago  (edited)

বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল এর ইংরেজি নাম অরিয়ান্টাল ম্যাগপাই রবিন এর দৈর্ঘ্য ২০সেন্টিমিটার
ও ওজন প্রায় ৪০ গ্রামের মতো হয়ে থাকে সাদা কালো রঙের এই পাখিটি কেন বাংলাদেশের জাতীয় পাখি মনোনীত
হলো তাই জানবো আজকে জেনে নেয়া যাক
কোন কিছু জাতীয় হিসেবে মর্যাদা পেতে হলে দুটি বিষয় বিবেচ্য এক এটি দেশের সর্বত্র পাওয়া যায় কিনা এবং দুই এটিকে অন্য কোন দেশ জাতি ও হিসেবে গ্রহণ করেছে কিনা।

bird-gbfaf38a98_1920.jpg
source

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর যখন জাতীয় পাখির প্রশ্ন সামনে আসলো তখন বিশেষজ্ঞরা কয়েকটি পাখিকে প্রাধান্য দিয়েছিলেন প্রতিযোগিতার তালিকায় বাংলাদেশের সর্বত্রই প্রায় দোয়েল শালিক, ঘুঘু , কাক ইত্যাদি পাখি দেখা যায়। কাকের কথা প্রথমেই বাদ দেয়া যায়। কেননা কাককে বলা হয়ে থাকে "আগলি বার্ড " বা নোংরা পাখি । সে যতই নোংরা পরিষ্কার করে আমাদের উপকার করুক না কেন পছন্দের পাখির তালিকায় কাকের নাম একেবারে তলানিতে ।
বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ আর গ্রামবাংলায় দোয়েল পাখি বেশি দেখা যায় শহরেও প্রচুর পরিমাণে দোয়েল পাখির দেখা মেলেনি।মোটকথা শহর ও গ্রাম উভয় স্থানেই দোয়েল পাখি বিরাজমান আমাদের দেশের খুব কম পাখির অবস্থান এমন যে পাখি শহরে থাকে সে পাখি বনে থাকতে পারে না আবার যে পাখি বনে থাকে সে পাখি শহরে থাকতে পারেনা। কেননা পাখির বাসস্থান ও বিচরণভূমি নিম্নরূপ বনেবাদাড়ে যেভাবে পাখিটা থাকতে পারে তেমনি শহরেও এদের আনাগোনা । দোয়েল পাখি কে সৌখিন পাখি বলা হয়ে থাকে। বাংলাদেশের সর্বত্র পাওয়া যায় বলে এবং সৌন্দর্য ও সুমিষ্ট সুরের কারণে দোয়েল বাংলাদেশের জাতীয় পাখির তকমা পেয়েছে ।

magpie-gbf9ded587_1920.jpg
source

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

your photography is very extraordinary, but you only show one image, that's what makes your post less interesting.

Sadly, he/she stole the photo from the internet

Yeah, those are self-destructive people.
Good job, you should warn him immediately.

Plagiarism is strongly forbidden by the community

https://pixabay.com/photos/magpie-bird-animal-feather-plumage-4213075/

Nice