বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রাস্তা এটি! | Longest Road | World's Longest Road

in hive-144064 •  3 years ago  (edited)

বিজ্ঞানী অনুসন্ধানকারী আর ভ্রমন প্রিয়রা নুতুন কিছু খুঁজে বেড়ান সব সময় পৃথিবীর কতটুকুই বা আবিষ্কার করতে পেরেছে মানুষ । নতুন রোমান্সের খোজে মানুষ ছুটে চলে নিরন্তর কারণ প্রকৃতির আরো অনেক কিছুই এখনো উন্মচিত হওয়া বাকি। এটি তেমনই একটি বিষয়....

এটি বিশ্বের সবচেয়ে লম্বা হেঁটে যাওয়ার পথ। ইউরোপ আফ্রিকা আর এশিয়ার মধ্য দিয়ে প্রকৃতি আর মানুষের মাধ্যমে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় একটি রাস্তা পুরোটাই হেঁটে আসতে পারবেন বিমান ট্রেন বাস কিংবা লঞ্চ কোন যানবাহনে আপনাকে উঠতে হবে না ।

The longest roads in the world0.jpg
source

এই রাস্তা ২২৩৮৭ কিলোমিটার লম্বা প্রতিদিন যদি ৮ ঘন্টা করে হাঁটেন তবে ৫৮৭ দিন লাগবে
দক্ষিণ আফ্রিকা থেকে রাশিয়া পৌঁছাতে ১৯৪ দিনহাটা লাগবে যদি কোন বিরতি ছাড়াই হেঁটে চলেন।
অবাক হচ্ছেন..... এটাই পৃথিবীর সবচেয়ে বড় হেটে যাওয়া রাস্তা যেখানে কোনো বাধা ছাড়াই পায়ে হেঁটে রাশিয়া থেকে দক্ষিণ আফ্রিকা কিংবা দক্ষিণ আফ্রিকা থেকে রাশিয়া যাওয়া সম্ভব।

যাত্রাপথে পড়বে ১৭ টি দেশ যে এই রাস্তা ধরে হাঁটবেন সে কয়টি ঋতু পরিবর্তন দেখতে পাবেন যাত্রাপথে পাবেন অনেক আবহাওয়া এই যাত্রাপথ যে পৃথিবীর সবচেয়ে বড় হেঁটে চলার রাস্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ।

Everest_North_Face_toward_Base_Camp_Tibet_Luca_Galuzzi_2006.jpg
source

মাউন্ট এভারেস্টে ১৩ বার ওঠানামা করলে এই রাস্তায় হেঁটে চলা পথ এর সমান হবে।দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে হেঁটে হেঁটে যেতে হবে রাশিয়ার মাকাদানে মাঝে পড়বে জিম্বাবুয়ে ,জাম্বিয়া, তানজানিয়া , উগান্ডা , দক্ষিণ সুদান , সুদান, জর্জিয়া ,জর্ডান , সিরিয়া ,তুরস্ক ,রোমানিয়ার বেলারুশ ।
দক্ষিণ আফ্রিকার গ্রাম লা-আগুলাস থেকে শুরু হবে হাটা হাঁটতে হবে কয়েকটি বিপদজনক স্থান দিয়েও এরপর যেতে হবে জিম্বাবুয়ে। যে দেশ বন্য প্রাণীর জন্য বিখ্যাত।

এরপর পরবে জাম্বিয়া হেটে যাবেন উগান্ডার ন্যাশনাল পার্কের সামনে দিয়ে দক্ষিণ সুদানে প্রবেশের পরই এই ভয় লাগবে কারণ এ দেশটি চুরি-ডাকাতির জন্য বিখ্যাত এরপর সুদানে এসে পাড়ি দিতে হবে সাহারা মরুভূমির কিছু অংশ। সুদান থেকে হেটে যাওয়ার ভালো কোনো রাস্তা নেই যেতে হবে জর্ডান দিয়ে এরপর ইসরাইল এরপর যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ।

সিরিয়া থেকে হেঁটে যেতে হবে তুরস্কে এরপর জর্জিয়া অবশেষে রাশিয়া রাশিয়া এসে দেখতে হবে সাইবেরিয়ার বয়সী এই পথ ধরে হেঁটে পৌঁছে যাবেন রাশিয়া শহর মাল্যাদানে এখন পর্যন্ত অনেকেই অনেক লম্বা রাস্তা ধরে হেঁটে যাওয়ার রেকর্ড করেছেন।
কিন্তু এই রাস্তা ধরে হেঁটে যাওয়ার রেকর্ড এখনও করেননি কেউ কারণ অনেক দেশের সরকার ব্যবস্থা স্থিতিশীল না অনেক দেশে ভিসা নিয়ে জটিলতা আছে অনেক দেশে আবার বৈরী আবহাওয়া অনেকেই আবহাওয়ার খাবারের সাথে মানিয়ে নিতে পারেন না ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Nice

Hi, @romansarkar255

You are not following the rule of the beneficiary.

Set 10% beneficiary to the community account @beautycreativity.

Read more about setting beneficiary here

Join us on Discord

Your post has been very nice. You have done the post in a very beautiful way and the sources have taken it very nicely. The pictures have been very beautiful.

Thank you vai

Good

Onek valu topics

Nyce

nice