নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সবাইকে প্রথমে স্বাগতম জানাই। |
---|
কয়েক মাস আগে ঘাটশিলা ভ্রমণে গেছিলাম বন্ধুদের সাথে । সেখানে গিয়ে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেছিলাম। ঘোরাঘুরির দ্বিতীয় দিনে ঘাটশিলা বিভূতিভূষণ স্মৃতি সংসদ নামে একটি জায়গায় গেছিলাম। মূলত সেখানে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত বিভিন্ন আর্ট দেখার সুযোগ ছিল। কিন্তু আমরা যে সময়টাতে গেছিলাম সেই সময়টাতে এই জায়গাটি বন্ধ ছিল। এই জায়গা সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল না । আমাদের যে অটোচালক ছিল সে ই আমাদের নিয়ে গিয়েছিল সেখানে। এই জায়গাটিতে যাওয়ার পর তিনিও ভাবতে পারিনি এই জায়গাটা সেইদিন বন্ধ থাকবে। আমরা যখন বন্ধুরা মিলে সেখানে পৌঁছে গেছিলাম জায়গাটি বন্ধ পেয়ে আমরা আশেপাশে ঘোরাঘুরি করে দেখছিলাম। আর্ট দেখার সুযোগ না হলেও বাইরে থেকে সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছিলাম । সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে সূর্যের সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। আমরা সেখানে গিয়ে অনেকটা সময় থেকে ছিলাম । তারপর স্থানীয় কিছু লোকদের কাছ থেকে এখানের সম্পর্কে জানার চেষ্টা করছিলাম । নতুন অনেক ইনফরমেশনও আমরা সেখান থেকে জেনেছিলাম বিভূতিভূষণ সম্পর্কে। এই আর্ট গ্যালারি ভবনটি ২০০৪ সালের ১লা ফেব্রুয়ারি তৈরি করা হয়েছিল।এই ভবনটির বিভিন্ন জায়গায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত বিভিন্ন আর্ট করা ছিল। বেশ অসাধারণ লাগছিল সেগুলো দেখতে। আমরা সেখানে ঘুরতে ঘুরতে সেই সব আর্ট গুলো দেখছিলাম। চারপাশে সবকিছু ঘুরে আমরা অন্য একটি জায়গার উদ্দেশ্যে রওনা করেছিলাম।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান:ঘাটশিলা,ঝাড়খন্ড
This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 1/7) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit