নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও মোটামুটি ভালো আছি। আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। |
---|
আজকের ব্লগে তোমাদের সাথে যে লোভনীয় খাবার গুলোর ফটোগ্রাফি করব সেগুলো বিভিন্ন সময় তোলা হয়েছিল। লোভনীয় খাবার গুলো সামনে থাকলে অনেক সময় ফটোগ্রাফি করার কথা মনে থাকে না, তবে আমি খাওয়া শুরু করার পূর্বে সব সময় ফটোগ্রাফি করে রাখি কারণ পরে এগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। যাই হোক এখন ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছু কথা বলি। প্রথমে শেয়ার করা ফটোগ্রাফিতে রয়েছে মটন কষা এবং দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে মটন বিরিয়ানি। এরপর যে তিনটি ফটোগ্রাফি রয়েছে সেখানে রয়েছে চিজ পিজ্জা। প্রথম দুটি ফটোগ্রাফি আমি ব্যারাকপুরের দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে তুলেছিলাম। আর শেষের তিনটি ফটোগ্রাফি আমি ডোমিনোজে পিজ্জা খেতে গিয়ে তুলেছিলাম। উভয় সময়ই আমি বন্ধুদের সাথে এইসব জায়গায় গেছিলাম। এই ফটোগ্রাফি গুলো অনেক আগের ,কমপক্ষে দেড় বছরের বেশি সময় পূর্বে ফটোগ্রাফি গুলো তোলা হয়েছিল। অনেক দিন এইসব খাবার খাওয়া হয় না । আজকে গ্যালারিতে ঢুকে এই ফটোগ্রাফি গুলো দেখে খাবারগুলো খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তাই ভাবলাম খাবারগুলো খেতে না পারি, খাবার গুলোর ফটোগ্রাফি সবার সাথে শেয়ার করি। খাবার গুলো দেখে তোমাদের লোভ লাগলে তা কমেন্ট করে জানিও।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান : ব্যারাকপুর, নর্থ ২৪ পরগনা , ওয়েস্ট বেঙ্গল ।