নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। |
---|
আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আজকের ফটোগ্রাফি মূলক এই পোস্টে দুই প্রকারের ফুলের চারটি ফটোগ্রাফি শেয়ার করব। এই ফুলগুলো হল সার্পেন্টাইন সানফ্লাওয়ার ও দুটি ভিন্ন কালারের জবা ফুল । জবা ফুলের ফটোগ্রাফি গুলো ২-১ দিন আগে আমাদের বাড়ির ছাদ থেকে তুলেছি। আমাদের বাড়ি ছাদে নতুন কিছু জবা ফুলের গাছ লাগানো হয়েছে। সেই গাছগুলোতে বেশ সুন্দর জাতের জবা ফুল দেখতে পাওয়া যায়। এর মধ্যে একটি জাতের জবা ফুল লাল রঙের হয় এবং অন্য জাতের জবা ফুলটি কিছুটা গোলাপী রঙের হয়ে থাকে। এই ফুলগুলো দেখতে সত্যিই বেশ অসাধারণ লাগে। অন্য আরেকটি ফুলের যে ফটোগ্রাফি শেয়ার করেছি তা হলো সার্পেন্টাইন সানফ্লাওয়ার। এই ফুলের ফটোগ্রাফি আমি বারাসাতের একটি কলেজের সামনে থেকে তুলেছিলাম। কয়েকদিন আগে বারাসাতের একটি কলেজে গেছিলাম একটি অনুষ্ঠানে । সেখানে গিয়ে কলেজের সামনে একটি গাছে আমি এই ফুল ফুটে থাকতে দেখি। তখন সেখান থেকে আমি এই ফটোগ্রাফিটি করে নিয়েছিলাম। এই ফটোগ্রাফিটি করতে আমার বেশ কষ্টও হয়েছিল কারণ সেই সময় জোরে জোরে হাওয়া দিচ্ছিল । তাই সেই সময় ফুলে ফোকাস করা খুবই মুশকিল কাজ হয়ে গেছিল। অনেকটা সময় ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে হাওয়ার প্রভাব কিছুটা কম হলে আমি এই ফটোগ্রাফিটি করি।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: বারাসাত , নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।